এটাই প্রেমের জয়, গীতাকে টুইটারে সালমান খান
বিনোদন ডেস্ক : পাকিস্তানে থাকাকালীনই ভারতে ফিরে সালমান ভাইজানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন গীতা। এবার তার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে।
‘বাজরঙ্গী ভাইজান’-এর পরিচালক কবীর খান জানিয়েছেন, গীতা নিজের বাড়িতে ফিরে গেলেই তার ইচ্ছে পূরণের ব্যবস্থা করবেন তারা।
জানা গেছে, সালমান প্রাথমিক প্রক্রিয়ায় টুইট করে জানিয়েছেন, দুটি দেশই একটি মেয়েকে দেশে ফিরিয়ে দেয়ার জন্য অনেক প্রচেষ্টা করেছে। এটাই প্রেমের ক্ষমতা। দেশে ফিরে আসায় গীতাকে স্বাগত জানিয়েছেন সালমান খান।
মূক ও বধির গীতার জীবনের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে গেছে সালমানের সাম্প্রতিক জনপ্রিয় ছবিটির চিত্রনাট্য। গল্পের মুন্নির সঙ্গে বাস্তবের গীতার জীবন কাহিনীর মিল দেখে মূক বধির ভারতীয় মেয়েটিকে সাহায্য করতে এগিয়ে আসেন কবীর ও তার সঙ্গীরা।
১৩ বছর আগে নিজের অজান্তেই ভুলবশত ভারত-পাক সীমানা অতিক্রম করে পাকিস্তানে চলে গিয়েছিলেন তিনি। পাক সেনাবাহিনীর সহায়তায় এক হোমে আশ্রয় পান গীতা।
এত বছর পরে দু’দেশের উদ্যোগে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তার বাবা-মা, পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেয়ার ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত, ছবি দেখে পরিবারের কাউকে চিনতে পারেননি গীতা।
কবীর খান বলেছেন, গীতা পরিবারের কাছে ফিরে গেলেই তিনি সালমানের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেবেন।
২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�