মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০৯:৪৫:২১

বাজরাঙ্গী ভাইজানের সঙ্গে দেখা করতে চান ‘বাস্তবের মুন্নি’

বাজরাঙ্গী ভাইজানের সঙ্গে দেখা করতে চান ‘বাস্তবের মুন্নি’

বিনোদন ডেস্ক : গতকাল সোমবার দেশে ফিরেছেন গীতা। দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। আজ মঙ্গলবার দেখা করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। এবার তিনি দেখার অপেক্ষায় আছেন বলিউডের দাবাং খান বাজরাঙ্গি ভাইজানের সঙ্গে। পাকিস্তানে থাকাকালীনই ভারতে ফিরে সালমান ভাইজানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন গীতা। এবার তার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। ‘বাজরঙ্গী ভাইজান’-এর পরিচালক কবীর খান জানিয়েছেন, গীতা নিজের বাড়িতে ফিরে গেলেই তার ইচ্ছে পূরণের ব্যবস্থা করবেন তারা। জানা গেছে, সালমান প্রাথমিক প্রক্রিয়ায় টুইট করে জানিয়েছেন, দুটি দেশই একটি মেয়েকে দেশে ফিরিয়ে দেয়ার জন্য অনেক প্রচেষ্টা করেছে। এটাই প্রেমের ক্ষমতা। দেশে ফিরে আসায় গীতাকে স্বাগত জানিয়েছেন সালমান খান। মূক ও বধির গীতার জীবনের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে গেছে সালমানের সাম্প্রতিক জনপ্রিয় ছবিটির চিত্রনাট্য। গল্পের মুন্নির সঙ্গে বাস্তবের গীতার জীবন কাহিনীর মিল দেখে মূক বধির ভারতীয় মেয়েটিকে সাহায্য করতে এগিয়ে আসেন কবীর ও তার সঙ্গীরা। ১৩ বছর আগে নিজের অজান্তেই ভুলবশত ভারত-পাক সীমানা অতিক্রম করে পাকিস্তানে চলে গিয়েছিলেন তিনি। পাক সেনাবাহিনীর সহায়তায় এক হোমে আশ্রয় পান গীতা। এত বছর পরে দু’দেশের উদ্যোগে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। কূটনীতির লালফাঁস ডিঙিয়ে গতকাল সকালে সেই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেই দেশে ফেরেন গীতা। গীতা এবার চান পর্দার 'বাব্জরাঙ্গি ভাইজান' মানে সালমান খানের সঙ্গে সাক্ষাত্‍ করার। এদিকে গীতাকে নিয়ে নতুন নাটক। উত্তরপ্রদেশের এক দম্পতি দাবি করলেন গীতা আসলে তাদের মেয়ে। ১১ বছর আগে গীতা নাকি পাকিস্তানে চলে গিয়েছিল সীমান্ত টপকে। যদিও পুলিশ এ দাবি খারিজ করে দিয়েছে। ২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে