শনিবার, ১৭ জুন, ২০১৭, ০২:৪৪:৪১

বাংলাদেশি গানে কণ্ঠ দিলেন বলিউডের গায়িকা শালমালী

বাংলাদেশি গানে কণ্ঠ দিলেন বলিউডের গায়িকা শালমালী

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো বাংলাদেশের কোনো গানে কণ্ঠ দিলেন ভারতের জনপ্রিয় শিল্পী শালমালী খোলগাড়ে। গানটির শিরোনাম ‘একা একা বহুকাল’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন এবং কথা লিখেছেন রাকিব হাসান রাহুল।

গেল সোমবার (১২ জুন) মুম্বাইয়ের এক স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়। ঈগল মিউজিকের ব্যানারে গানটি প্রকাশ পাবে এই ঈদেই। এ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় শালমালী বলেন, ‌‘আমি আসলে যে ধরণের গান গাইতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি, এই গানটি একেবারেই সেরকম।

যদিও আমি খুব ভালো বাংলা বুঝি না তবুও যতটুকু বুঝতে পেরেছি গানের কথাগুলোও অসাধারণ। আশা করি বাংলাদেশে আমার সব ভক্তরা গানটিকে খুব ভালোবাসবেন।’ আহম্মেদ হুমায়ূন বলেন, ‘একটু ভিন্ন আমেজের গান করলাম। চেষ্টা করেছি শ্রোতাদেরকে নতুন কিছু দেয়ার। আশা করি গানটি সবার খুব ভালো লাগবে।’

ঈগল মিউজিকের কর্ণধার কচি আহমেদ বলেন, ‘গত ঈদে ঈগল মিউজিকের ব্যানারে ভারতের পাপন এবং শুভমিতার গান প্রকাশ পেয়েছিলো। এই ঈদে আসছে শালমালীর গান। আরও বেশ কয়েকজন বাইরের শিল্পীর গান আমরা করেছি। বাংলা গানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সবসময় কাজ করবে ঈগল মিউজিক।’

প্রসঙ্গত, ২০১২ সালে মুক্তি পাওয়া হিন্দী ছবি ‘ইশাকজাদে’র ‘পারেশান’ গানটি দিয়ে আলোচনায় আসেন শালমালী। তার ঝুলিতে আরও আছে লাত লাগ গায়ি, বেবি কো বেজ পাসান্দে, বালাম পিচকারীসহ আরও অনেক জনপ্রিয় গান।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে