শনিবার, ১৭ জুন, ২০১৭, ০৪:৪৩:০৪

ফাঁকা বাড়িতে যুবতীর অসহায়ত্বের সুযোগ নেন অভিনেতা তনু

ফাঁকা বাড়িতে যুবতীর অসহায়ত্বের সুযোগ নেন অভিনেতা তনু

বিনোদন ডেস্ক : তারা পাবলিক ফিগার। সমাজে তাদের অন্যরকম মর্যাদা রয়েছে। অনেকে তাদের রোল মডেলের আসনেও বসিয়ে থাকেন। কিন্তু তেমনই কোনও জনপ্রিয় সেলিব্রিটি যখন সম্ভ্রমহানীর দায়ে অভিযুক্ত হন, তখন লজ্জায় মাথা নত হয়। অভিনেতা তনভির তনু এভাবেই সমাজের কাছে মাথা নত করলেন।

রাজধানী ঢাকার রূপনগরে এক যুবতীর সম্ভ্রমহানীর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিনেতা তনুকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রূপনগর আবাসিক এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল সকালে রূপনগর থানায় তনুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই যুবতী। ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘গুণ্ডা’, ‘খাস জমিন’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তনু।

পুলিশকে ২৫ বছর বয়সি নির্যাতিতা ওই যুবতী জানিয়েছেন, তার সঙ্গে ফেসবুকে পরিচয় হয়েছিল তনভির তনুর। ধীরে ধীরে আলাপ জমে ওঠে। এরপর তাকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখান অভিনেতা। গত ৬ মে দেখা করার কথা বলে যুবতীকে নিজের বাড়িতে ডেকে নেন তিনি। অভিনেতার দেখা পেতে প্রস্তাবে রাজিও হয়ে যান যুবতী। কিন্তু কে জানত, সেই সাক্ষাতের পরিণতি এমন ভয়ঙ্কর হবে। অভিযোগ, ফাঁকা বাড়িতে যুবতীর অসহায়তার সুযোগ নিয়ে তার সম্ভ্রমহানী করেন তনু। অভিনেতাকে জেরা করছে পুলিশ। যদিও অভিনেতার তরফে এই ঘটনার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশের বিনোদন জগতে।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে