শনিবার, ১৭ জুন, ২০১৭, ০৫:৪৬:২৮

জানেন নায়িকা মিমির দুঃখের ‘আসল’ কারন কি?

জানেন নায়িকা মিমির দুঃখের ‘আসল’ কারন কি?

বিনোদন ডেস্ক: বলিউড ছবিতে ডেবিউ করতে না পারায় প্রথমে তার দুঃখ হয়েছিল ঠিকই,কিন্তু পড়ে নিজেকে সামলে নিয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবির নাম ছিল ‘পারি’। সেই ছবিতেই কাজ করতে যাচ্ছিলেন মিমি। চরিত্রটাও বেশ বড় এবং ভালো ছিল।

পাশাপাশি ছবিতে ছিলেন অনুস্কা শর্মা। আর এটিই ছিল তার বলিউডের প্রথম কাজ। কিন্তু অসম্ভব জ্বর আসায় সেই কাজ ছেড়ে কলকাতা ফিরতে হয় মিমিকে। ডাক্তার তাকে ১৫ দিনের রেস্টে থাকতে বলেছেন। সেসব তো মেনেই নিয়েছিলেন মিমি। কিন্তু ডাক্তার তাকে এমন একটা কাজ করতে বলেন যা মানা তার পক্ষে একপ্রকার অসম্ভব ছিল।

মিমির দুই পোষ্য চিকু ও ম্যাক্স যাদের সন্তান বলেন মিমি,তাদের থেকে এই ১৫ দিন দূরে থাকতে বলেছে ডাক্তার। সেটা একেবারেই মানতে পারছেনা এই টলি কুইন। যেহেতু র‍্যাস জনিত সমস্যায় ভুগছিলেন মিমি তাই কুকুরদের থেকে আরও সমস্যা বাড়তে পারে ভেবেই ডাক্তার তাকে এই আদেশ করেছেন। তবে এটি তার কাছে বলিউড ছবিতে কাজ করতে না পারার দুঃখের থেকেও অনেক বড় দুঃখ।
১৭ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে