বিনোদন ডেস্ক : ঢাকায় ছবির জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ও বাংলাদেশী অভিনেতা-অভিনেত্রীদের প্রশংসায় পঞ্চমুখ টালিগঞ্জের নির্মাতা বাবা যাদব। তিনি বলেন, নুসরাত ফারিয়া যে কোনও বলিউড অভিনেত্রীর চেয়ে কোনও অংশে কম নয়।
কলকাতার সংবাদ মাধ্যম এবেলা’র সাথে এক সাক্ষাৎকারে বাবা যাদব এ কথা বলেন। তিনি বর্তমানে তার নতুন ছবি বস-টু’র প্রচারণায় ব্যস্ত আছেন।
‘যৌথ প্রযোজনার ছবি নাকি সেভাবে বাজার পাচ্ছে না’ এমন এক প্রশ্নের জবাবে বাবা যাদব বলেন, ‘এসব কথা কে বলে বলুন তো? আমার শেষ ছবি ‘বাদশা’ সুপারহিট হয়েছিল। গত ২৫ বছরের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে ‘বাদশা’ সবচেয়ে বেশি ব্যবসা করেছিল।’
তিনি বাংলাদেশের মানুষের প্রশংসা করে বলেন, ‘আমি তো যৌথ প্রযোজনা বিষয়টাকে দারুণভাবে সমর্থন করি। আর ওখানকার মানুষের ভালবাসা পেলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আমাদের এখানে সেট’এ দিনে চারবার খাবার আসে। কিন্তু ওখানে অন্তত ১২ বার খাবার আসবেই। কম বাজেটে কীভাবে ওরা ছবি বানান, সেটাও আমাদের শেখা উচিত।বাংলা ছবির ট্রেলার দেখে বলিউডের লোকজন চমকে যায় জানেন। ‘বস্ টু’র কথাই ধরুন। আমরা এটা অ্যাচিভ করেছি! আমরা সেট’এ এক মুহূর্ত সময় ব্যয় করি না।’
বাবা যাদব বলেন, ‘বলিউডে সকালে সেট’এ এসে চা খেয়ে ব্রেকফাস্ট করে কাজ শুরু হয়। কিন্তু আমাদের এখানে শট শেষ করে বাকি সবকিছু করি আমরা। এই ব্যাপারটা বাংলাদেশেও রয়েছে। আর বাংলাদেশের অভিনেতারা এদেশে এসে কাজ করছেন, এটা তো ভাল ব্যাপার। নুসরাত ফারিয়ার কথাই ধরুন। মেয়েটি যে কোনও বলিউড অভিনেত্রীর চেয়ে কোনও অংশে কম নয়।’
‘আল্লাহ মেহেরবান’ গানটি নিয়ে এই পরিচালক বলেন, “‘আল্লাহ মেহেরবান’ থেকে অনেক কিছু শিখলাম। যদি গানটা কারও ভাবাবেগে আঘাত করে থাকে, তাহলে এমন কিছু ভবিষ্যতে আর করব না। সেই কারণে গানের লাইন বদলে আমরা ‘ইয়ারা মেহেরবান’ করছি।”
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস