শনিবার, ১৭ জুন, ২০১৭, ১০:২৬:২১

ইনি এক বিখ্যাত অভিনেতা, চিনতে পারছেন?

ইনি এক বিখ্যাত অভিনেতা, চিনতে পারছেন?

বিনোদন ডেস্ক:  মাথায় টুপি। সোজা ক্যামেরায় পোজ দিয়েছে সে। সাদা-কালো ছবিতে আটকে তার শৈশব। ইনি এক বিখ্যাত সেলেব। চিনতে পারছেন?

প্রথমেই বলে রাখা ভাল, এটি এক অভিনেতার ছোটবেলার ছবি। চলতি ট্রেন্ড অনুযায়ী তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই ছবি।

আপনার দ্বিতীয় ক্লু— ইনি মূলত বলিউডে অভিনয় করেন। তবে অন্য ভাষাতেও কাজ করেছেন। বুঝতে পারলেন ছবিটা কার?

তৃতীয় ক্লু- বি-টাউনের প্রথম সারির ফিল্মি পরিবারের সন্তান ইনি। বাবা-মা দু’জনেই অভিনয় করেন। এমনকী তাঁর স্ত্রীও জনপ্রিয় অভিনেত্রী।

এ বার অনেকটা চেনা লাগছে তো! ঠিকই ধরেছেন। ইনি অভিষেক বচ্চন। ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন নায়ক নিজেই। ফ্ল্যাশ ব্যাক ফ্রাইডে হ্যাশট্যাগে ছবিটি দিয়েছেন অভিষেক। জহর টুপি ও শেরওয়ানি পরা অভিষেকের ছবিটি স্টুডিওতে গিয়ে তোলা বলে ইন্ডাস্ট্রি সূত্রে খবর।-আনন্দবাজার
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে