রবিবার, ১৮ জুন, ২০১৭, ০৫:৩৫:১৭

ঐশ্বরিয়াকে ‘শিয়াল’ বললেন ক্যাটরিনা!

ঐশ্বরিয়াকে ‘শিয়াল’ বললেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক : আর কয়েকদিন বাদেই মুক্তি পেতে চলেছে ক্যাটরিনা কাইফ ও রনবীর কাপুর অভিনীত ছবি ,'জাগ্গা জাসুস'। তবে তার আগেই ক্যাট চলে এলেনে খবরে। সাবেক প্রেমিক রনবীরের আগের ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এর নায়িকা ঐশ্বরিয়া রাইকে 'শিয়াল' বসলেন ক্যাট!

আসলে, 'জগ্গা জাসুস'ছবির প্রমোশনে দুই তারকা ক্যাট ও রনবীরের কথোপকথোনের মাধ্যমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে একটি মজার খেলা চলছিল।

খেলার নিয়ম অনুযায়ী, বলিউডের তারকাদের একটি করে জীব জন্তুর নামে নামাঙ্কিত করতে হবে। খেলা শুরু হতেই নাম ওঠে টাইগার শ্রফের , যার সঙ্গে নাম যোগ হয় চিতাবাঘের। এরপরই আসে শিয়াল এর নাম। তক্ষনাত্‍ ক্যাটরিনা, শিয়ালের সঙ্গে সংযুক্ত করেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়ার নাম।

পরে অবশ্য, যখন ক্যাটরিনাকে জিজ্ঞসা করা হয়, বলিউডে তার প্রিয় নৃত্যশিল্পী কাকে মনে হয়? তখন তার উত্তরে অবশ্য রাইসুন্দরীরই নাম নেন ক্যাট। তবে এখন শিয়াল বিতর্কে দুই নায়িকার 'ক্যাট ফাইট' কতদূর গড়ায় , সেটাই দেখার।

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে