রবিবার, ১৮ জুন, ২০১৭, ০৬:৩৮:৪৯

যে কারণে রণবীর কাপুরকে ৫০০০ টাকা দিলেন শাহরুখ

যে কারণে রণবীর কাপুরকে ৫০০০ টাকা দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক : রণবীর কাপূরের নাকি বাজার তেমন ভাল চলছে না। 'বরফি', 'তামাশা', 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এ তার অভিনয় প্রশংসিত হলেও ঝুলিতে তেমন হিট ছবি নেই। অন্য দিকে 'জগ্গা জাসুস'-এর মুক্তি নিয়েও অনিশ্চয়তার মেঘ কাটছে না।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা গেল একটি ছবি, রণবীরকে পাঁচ হাজার টাকা দিচ্ছেন শাহরুখ খান। তবে কি ইন্ডাস্ট্রির জুনিয়রকে টাকা দিয়ে সাহায্য করলেন কিং খান? বিষয়টা ঠিক কী? আসলে শাহরুখ খানের পরবর্তী ছবির নাম দিয়েছেন রণবীর। ইমতিয়াজ আলির পরের ছবি 'যব হ্যারি মেট সেজল'-এ এক সঙ্গে কাজ করছেন শাহরুখ ও অনুষ্কা। সেই ছবির নামটি নাকি দিয়েছেন রণবীর কাপূর।

সম্প্রতি একটি ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন শাহরুখ খান। সেখানে দেখা যাচ্ছে, রণবীরের হাতে পাঁচ হাজার টাকা দিচ্ছেন শাহরুখ। তবে ছবির 'যব' অংশটুকু নাকি পরিচালক করণ জোহরের দেওয়া। সে কথাও ছবির ক্যাপশনে ফলাও করে জানিয়েছেন বাদশা খান।

এমনকী রণবীরকে দেওয়া পাঁচ হাজারের মধ্যে থেকে করণকে তার বরাদ্দ টাকা দেওয়ারও পরামর্শ দিয়েছেন শাহরুখ। এর উত্তরে আবার করণ লিখেছেন, তিনি তার প্রাপ্য ১২৫০ টাকার জন্য অপেক্ষা করছেন।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে