বিনোদন ডেস্ক : ‘নবাব’ ও ‘বস ২’ ছবি দুটি মুক্তি না দিলে সিনেমা হল বন্ধ করে দেওয়া হবে হুমকি দিয়েছেন ‘চলচ্চিত্র প্রদর্শক সমিতি'র সভাপতি নওশাদ আহমেদ। তিনি বলেছেন, রোববার রাত আটটায় তারা সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিবেন।
তিনি বলেন, ‘আমরা তথ্যমন্ত্রীর সাথে মিটিং করেছি সকালে। আমরা বলেছি পুরো রোজা আমরা হল বন্ধ রাখি। এরপর ঈদে যদি ভাল ছবি না পাই তাহলে হল বন্ধ করে দিব। মন্ত্রী আমাদের বলেছেন, রোজার ঈদ সবচেয়ে বড় উৎসব আমাদের, এ সময় হল বন্ধ থাকলে মানুষ কিভাবে ঈদ করবে।’
নওশাদ বলেন, ‘ওরা (আন্দোলনকারীরা) হুট করে যৌথ প্রযোজনার বিরুদ্ধে লাগল কেন। যেখানে ভারতীয় ছবি আমদানি করা হচ্ছে?’
মধুমিতা হলের এ মালিক বলেন, ‘এফডিসির এমডি বলেছেন, শিল্পী সমিতির কাছে ৯৯ লাখ টাকা পাবে এফডিসি ভাড়া বাবদ। তাকে আমরা বলেছি আমাদেরকে (প্রদর্শক সমিতি) অফিস দিতে, আমরা ভাড়া দিব।’
তিনি দাবি করেন, ‘আমাদের সাথে মন্ত্রণালয়ের মিটিংয়ে শাকিব খান, ফারিয়া ছিল। প্রধান শিল্পীরাই যদি আন্দোলনে না থাকে কারা আন্দোলন করছে।’
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস