বিনোদন ডেস্ক: গতকাল ভারতকে ১৮০ রানে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল পাকিস্তান। ম্যাচে পাকিস্তানের অসাধারণ পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় তারিফ আদায় করে নিয়েছে। বলিউড তারকারাও চ্যাম্পিয়ন পাল দলকে অভিনন্দন জানাতে কসুর করেননি।
পাকিস্তান সেমিফাইনালে ওঠার পর ঋষি কপূর ট্যুইট করে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, ভারতের কাছে হারের জন্য তৈরি হও। কিন্তু ফাইনালে তারা জয়ী হওয়ার পর ঋষির ট্যুইট, দারুন খেলছে পাকিস্তান। সব বিভাগেই আমাদের হারিয়ে দিয়েছ। অভিনন্দন ও শুভেচ্ছা।
সুস্মিতা সেনের ট্যুইট, অভিনন্দন, পাকিস্তান। ফাইনালেই সেরা খেলাটা খেলছ। দিয়া মির্জা লিখেছেন, টিম ইন্ডিয়ার জন্য খারাপ লাগছে। জয়ের জন্য অভিনন্দন পাকিস্তানকে।
অভিষেক বচ্চনের ট্যুইট, পাকিস্তানকে অভিনন্দন। হতাশ হওয়ার কিছু নেই টিম ইন্ডিয়া। আমরা তোমার পাশে আছি। রণবীর সিংহও অভিনন্দন জানিয়েছেন পাক দলকে। ফারহান আখতার পাক দলকে অভিনন্দন জানিয়েছেন।
রণদীপ হুডা বলেছেন, আন্ডারডগ পাকিস্তান হারিয়ে দিল ভারতকে। সিদ্ধার্থ মালহোত্রা পাক দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, দিনটা টিম ইন্ডিয়ার ছিল না। টিম ইন্ডিয়াকে আমরা ভালোবাসি। বরুণ ধবন বলেছেন, খেলায় হার-জিত থাকেই। ফাইনালে ভালো খেলেছে পাকিস্তান। আমি নিশ্চিত আরও শক্তিশালী হয়ে ফিরবে টিম ইন্ডিয়া। -এবিপি
এমটিনিউজ২৪/এম.জে