সোমবার, ১৯ জুন, ২০১৭, ০১:৩৯:০৮

চকলেটের লোভ সামলাতে না পেরে রোজা ভেঙেছিলাম : ঈশানা

চকলেটের লোভ সামলাতে না পেরে রোজা ভেঙেছিলাম : ঈশানা

বিনোদন ডেস্ক:  মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ মাস রমজান। প্রত্যেক মুসলমানই চেষ্টা করেন প্রতিটি রোজা রাখার। তারকারাও এর ব্যতিক্রম নন। শুটিংসহ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি তারাও রোজা রাখার চেষ্টা করেন। লাক্স তারকা ঈশানা জানালেন শৈশবে রোজা রাখার অভিজ্ঞতা-

ঈশানা বলেন, ‘আমি মোটামুটি আট-নয় বছর থেকে রোজা রাখার চেষ্টা করি। বাবা-মা বলতেন, যদি রোজা রাখতে পারো তবে রাখো। শৈশবের একটা মজার ঘটনা বলি। তখন আমি নিয়মিত ঢাকায় থাকতাম না। কিন্তু ঘটনাটা ঘটেছিল ঢাকাতে আমার খালামনির বাসায় বেড়াতে এসে। তখন রমজান মাস চলছিল। খালামনি চকলেট নিয়ে এসেছিলেন। আমি সেবার রোজা ছিলাম।’

তিনি বলেন, ‘অনেকক্ষণ নিজেকে সংযত রেখেছিলাম। একটা সময় নিজেকে আর কনট্রোল করতে পারিনি। তারপর চকলেটের লোভ সামলাতে না পেরে রোজা ভেঙেছিলাম। সেদিন রোজাটা ভেঙেছিলাম চকলেট খাওয়ার জন্য। প্রতিবার রোজা আসলে এই ব্যাপারটা মনে পড়ে। আর আমি নিজে নিজে লজ্জায় মুখ লুকাই! তবে চকলেটের প্রতি সেই লোভটা এখনও রয়ে গেছে (হা হা হা...)।’

এই অভিনেত্রী বলেন, ‘আমি প্রতিবার রোজা পালনের চেষ্টা করি। এবারও সবগুলো রোজা আছি। রোজা রেখেই শুটিং করছি। কষ্ট হলেও কিছু করার নেই, এটাই তো পরীক্ষা। রোজা রেখে নিজেকে যতদূর পারি সংযত রাখি।’

ঈশানা বর্তমানে ব্যস্ত আছেন ঈদের নাটক নিয়ে। আসছে ঈদে তার অভিনীত বেশ কিছু নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হবে জানিয়েছেন তিনি।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে