বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সম্ভাবনাময়ী অভিনেত্রী অমৃতা খান চলচ্চিত্র থেকে সাময়িক বিরতিতে গিয়েছিলেন। তার এই বিরতীর কারণ, নিজের ও লেভেল পরীক্ষা।
এদিকে এরই মধ্যে অমৃতা অভিনীত তিনটি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলোতে তার অভিনয়-পারফরম্যান্সও প্রশংসিত হয়েছে। নিজের প্রথম ছবি ‘গেইম’-এর মাধ্যমে বাজিমাতও করেছেন তিনি।
এ ছবিতে অভিনয়ের জন্য নবাগত অভিনেত্রী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়নটা বাগিয়ে নিয়েছেন অমৃতা। নতুন নায়িকা হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন নভেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য বাংলা সিনে অ্যাওয়ার্ডে। তাই সব মিলিয়ে এখন বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন অমৃতা।
এদিকে ঠিক এ সময়ে এসে নতুন আরও একটি সংবাদ শোনালেন অমৃতা খান। নতুন চলচ্চিত্রের মাধ্যমে তিনি আবারও বড় পর্দায় ফিরছেন। এরই মধ্যে বিষয়টি পাকাপাকি হয়েছে।
জাহিদ হোসেনের পরিচালনায় নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘সোনার চর’। আগামী বছর জানুয়ারিতে ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। এ ছবিতে অমৃতা অভিনয় করবেন রওনক হাসানের বিপরীতে।
ছবিটির গল্পও লিখেছেন পরিচালক নিজেই। সত্তর দশকের শেষের দিকে বাংলাদেশের সামাজিক অবস্থা ও মৌলবাদী উত্থান নিয়ে তৈরি হয়েছে ছবিটির গল্প। আগামী শীত এবং বর্ষাকালে মুন্সীগঞ্জের একটি চরে ছবিটির শুটিং করা হবে।
এছাড়াও এ ছবির শুটিং হবে গাজীপুরের হোতাপাড়া এবং পূবাইলে। এ ছবিতে থাকছে মোট ছয়টি গান। এর মধ্যে ‘আমারে ছাড়িয়া বন্ধু কই রইলারে’ গানটি রিমেক করা হবে এ ছবির জন্য।
এ গানের রিমেকসহ বাকি গানগুলোর সুর ও সংগীতায়োজন করবেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
অমৃতা এবং রওনক ছাড়াও ছবিটিতে অভিনয় করার কথা রয়েছে ফজলুর রহমান বাবু, জয়ন্ত চট্টোপাধ্যায় এবং রোকেয়া প্রাচীর।
এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে অমৃতা খান বলেন, দীর্ঘ সময় পর নতুন ছবিতে কাজ করতে যাচ্ছি। মূলত পড়াশোনার জন্যই বিরতি নিয়েছিলাম।
এবার নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছি। এর শুটিং শুরু হবে জানুয়ারিতে। অনেক সুন্দর একটি গল্পের ছবি এটি। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। আশা করছি ভালভাবে এর কাজ শেষ করতে পারবো।
১৫ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন