বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় একটা ছবি প্রায়ই এখন ঘোরা ফেরা করছে, যেখানে দেখা যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়ালকে। চাঞ্চল্য তৈরি হয়েছে ছবিতে তার 'বেবি বাম্প' নিয়ে! প্রশ্ন উঠছে তাহলে কী বিয়ের আগেই মা হয়ে গেলেন কাজল?
আসলে তার পরবর্তী দক্ষিণী ছবি 'নেনে রাজু নেনে মন্ত্রী'ছবির জন্য তাকে গর্ভবতী মহিলার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। আর সেই সিনেমার শ্যুটিং এর সময়ের ছবিই আচমকা ভাইরাল হয়ে যায় ফেসবুকে।
এই দক্ষিণী ছবিতে বাহুবলী খ্যাত রানা দাগ্গুবাটিকে দেখা যাবে। তার স্ত্রীর ভূমিকাতেই অভিনয় করছেন কাজল। সিনেমায় তাঁর নাম হয়েছে রাধা। যে ছবিতে রানার দায়িত্বশীল স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন কাজল।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস