মঙ্গলবার, ২০ জুন, ২০১৭, ০৫:২৩:২৫

বলিউডের হাইয়েস্ট পেইড শিশুশিল্পীরা...

বলিউডের হাইয়েস্ট পেইড শিশুশিল্পীরা...

হর্ষালি মালহোত্র: এই তালিকায় প্রথমেই নাম রয়েছে হর্ষালি মালহোত্রর। বলিউডে অভিষেক ঘটে সালমান খানের হাত ধরে, ‘বজরঙ্গি ভাইজান’ ছবি দিয়ে। প্রথম ছবিতেই তার পারিশ্রমিক ছিল ২ লক্ষ টাকা। অভিনেতাদের পারিশ্রমিক হয়ত এর থেকে আরও অনেক বেশি। কিন্তু শিশুশিল্পী হিসেবে বলিউডে ডেবিউ করার পরেই এই পরিমাণ পারিশ্রমিক, সত্যিই বিষ্ময়কর।  

হর্ষ মেয়র: ২০১১ সালের ছবি ‘আই অ্যাম কালাম’ ছবিতে অভিনয় করে হর্ষ মেয়র। নাম ও যশের সঙ্গে সঙ্গে ভাল অঙ্কের পারিশ্রমিকও পেয়েছিলেন তিনি।  ২১ দিনের শ্যুটিং-এর জন্য হর্ষ নিয়েছিল এক লক্ষ টাকা।

দিয়া চালওয়াড: এই শিশুশিল্পী পারিশ্রমিক হিসেবে নেন দিন পিছু ২৫ হাজার টাকা। তবে বিজ্ঞাপনের শ্যুটিং-এর জন্য দিনপিছু তার পারিশ্রমিক ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত। এই মিষ্টি মুখের ছোট্ট অভিনেত্রীকে দেখতে পাওয়া গিয়েছিল ‘কিক’, ‘পিৎজা’ এবং ‘রকি হ্যান্ডসাম’ ছবিতে।

সারা অর্জুন: অভিনেতা রাজ অর্জুনের মেয়ে সারা অর্জুন অভিনয় জগতে যথেষ্ট নাম করেছেন। ঐশর্য্য রাই বচ্চন অভিনীত ‘জজবা’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। এই শিশুশিল্পী বর্তমানে ইরফান খানের সঙ্গে একটি হলিউড ছবিতে অভিনয় করছেন। তিনি তাঁর পারিশ্রমিকের বিষয়ে থুবই পার্টিকুলার।  

দর্শিল কুমার: এই মিষ্টি শিশুশিল্পীকে বলা যায় ‘ছোটা প্যাকেট, বড়া ধামাকা’। দিনপিছু তার পারিশ্রমিক ৩০,০০০ টাকা। বড় পর্দায় দর্শিলকে দেখা গিয়েছে ‘ব্রাদার’, ‘প্রেম রতন ধন পায়ো’ এবং ‘ঢিসুম’ ছবিতে।-এবেলা
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে