মঙ্গলবার, ২০ জুন, ২০১৭, ১১:৪৫:৪২

‘৮২ বছরের বৃদ্ধের’ বিপরীতে নায়িকা শুভশ্রী

‘৮২ বছরের বৃদ্ধের’ বিপরীতে নায়িকা শুভশ্রী

বিনোদন ডেস্ক: মুখভর্তি সাদা গোঁফ-দাড়ি। সাদা চুল নেমেছে ঘাড় পর্যন্ত। চশমার ভিতর দিয়ে যে চোখটা দেখা যাচ্ছে তাতে অভিজ্ঞতার ছাপ। যে কেউ দেখলে বলে দেবে তার বয়স ৮২ কিংবা ৮৪।

আসলে কি তাই? মোটেও না। এই ভদ্রলোকের বয়স মাত্র ৩৪। এখনেই শেষ নয়, তিনি একজন অভিনেতা। টলিউডে নিয়মিত অভিনয় করেন।

চিন্তায় ফেলে দিলাম? দেখে চেনা যায়, চেনা বড় দায়। আর ধোঁয়াশা নয়। তিনি হচ্ছেন অভিনেতা দেব। ‘ধূমকেতু’ ছবির সুবাদে ৩৪ বছরের কাঠামোকে ৮২ বছরের বৃদ্ধে রূপ দিয়েছেন দেব। ভাবনাটি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের।

আজ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন দেব। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ। যে জন্য আমি সব সময় বলে এসেছি ধূমকেতু আমার কাছে খুব স্পেশাল। ৮২ বছরের চরিত্রে অভিনয় করাটা সহজ নয়। মেকআপ করতেই সাত ঘণ্টা লেগেছে।’

উল্লেখ্য, ধূমকেতু ছবিতে দেবের বিপরীতে অভিনয় করবেন শুভশ্রী। শুটিং শেষ করে এখন মুক্তির অপেক্ষায় ধূমকেতু ছবিটি।
২০ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে