বিনোদন ডেস্ক: তিন ভাষার এক গান, বাংলা ছাড়াও আরবি ও হিন্দি— এই তিন ভাষায় একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী শালীন আহমেদ। সুফী ঘরানার গানটির শিরোনাম ‘মুহাম্মদ’। গতকাল মঙ্গলবার রাতে শালীনের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই গানের ভিডিও।
গানের কথা ও সুর করেছেন শিল্পী শালীন আহমেদ নিজেই। আর গানটির হিন্দি লিরিক লিখেছেন ফাহাদ কাওয়াল। সংগীত পরিচালনা করেছেন পারভেজ জুয়েল। ইংল্যান্ড-বাংলাদেশের হিজরী মিডিয়া ইউকে ও ফান দে মেন্টাল স্টুডিও’র যৌথ প্রযোজনায় গানটির ভিডিও নির্মাণ করেছেন আবিদ হাসান, সাদ শাহ ও তানভীর আহমেদ।
শালীন আহমেদ বলেন, ‘মুহাম্মদ’ গানটি প্রকাশের ইচ্ছা ছিল রমজান মাসের শুরুতেই। কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত বদল করে রোজার শেষ ও ঈদের আগেই পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশের পরিকল্পনা করা হয়। দর্শক-শ্রোতাদের কাছে গান ও ভিডিও’র কম্বিনেশন দারুণ লাগবে বলেই আমার বিশ্বাস।
এমটিনিউজ২৪/এম.জে