বিনোদন ডেস্ক: শাহরুখ খানকে ছবিতে অভিনয় করানোর জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয় পরিচালক-প্রযোজকদের। কিন্তু, কাছের মানুষ-বন্ধুদের জন্য সব সময় দরজা খোলা শাহরুখের।
তাই তো সালমানের একটা মাত্র ফোন পেয়ে টিউবলাইট ছবির ছোট্ট চরিত্রে অভিনয়ের জন্য রাজি হয়ে যান। এই তথ্য সামনে আনলেন সালমান খান নিজে। সালমানের কথায়, 'কবির কাহিনী বলার সময় এই চরিত্রটির জন্য শাহরুখের কথা বলেছিল।
সে কারণে শাহরুখকে ফোন করেছিলাম। বলেছিলাম, টিউবলাইট ছবির একটি ছোট্ট রোলে তোমাকে অভিনয় করতে হবে। কিন্তু, আমার এই বাক্য শেষ হওয়ার আগেই থামিয়ে দেয় শাহরুখ। বলে, ও রাজি। '
ছবির প্রচারে গতকাল মাতিন রে তাঙ্গু নামে পাঁচ বছরের এক বাচ্চাকে নিয়ে এসেছিলেন সালমান। ইটানগরের বাসিন্দা এই বাচ্চাটিকে টিউবলাইট ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। বজরঙ্গি ভাইজানের হর্ষালির মতো এই ছবির জন্য মাতিনও জনপ্রিয়তা পাবে বলে আশাবাদী সালমান।
এমটিনিউজ২৪/এম.জে