পরীমণির প্রয়োজন প্রেম থেরাপি
বিনোদন ডেস্ক : একি হলো পরীমনির! পুরো কলেজে নেচে নেচে তিনি প্রেমর থেরাপি চাইছেন! সেও আবার বিশ্ব ভালোবাসা দিবসে।
ভাবছেন সত্যি? হুম সত্যি। তবে বাস্তবে নয়। সেটা সিনেমাতে। ‘প্রেম থেরাপি দেরে আমায় প্রেম থেরাপি’ দে শিরোনামের একটি গানে নেচে কলেজ মাতান তিনি। এ সময় তার সহপাঠিরাও তার সঙ্গে নেচেছেন।
শাহ আলম মন্ডলের নির্মিতব্য আপন মানুষ সিনেমার একটি গানের দৃশ্যের প্রয়োজনে তাকে নাচতে হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমা।
এ গানটির সুর করছেন ইমন সাহা। গানটির গীতিকার মুন্সী ওয়াদুদ। এর কোরিওগ্রাফি করেন হাবিব।
গত ২৬ অক্টোবর থেকে রাজধানীর কচি-কাচার মেলায় গানটির দৃশ্যায়ন করা হয়। ২৭ অক্টোবর গানটির দৃশ্যায়ন শেষ হয় বলে জানিয়েছেন সিনেমার পরিচালক।
রোমান্টিক ঘরানার এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এতে আরো অভিনয় করছেন- সুচরিতা, মিশা সওদাগর, শ্রাবণ শাহ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে ইমন খান ফিল্মস।
২৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�