শনিবার, ২৪ জুন, ২০১৭, ০৫:৫১:০৯

বস-টু দেখার পর আপনিও বলবেন ‘জিৎ-ই বস’

বস-টু দেখার পর আপনিও বলবেন ‘জিৎ-ই বস’

বিনোদন ডেস্ক : সাধারণত দেখা যায় যে কোনও ছবির সিকোয়েল সেরকম দানা বাঁধে না। তবে ‘বস ২’-এর ক্ষেত্রে এই কথা একেবারেই প্রযোজ্য নয়। বাবা যাদব, জিৎ এবং শুভশ্রী আমাদের আরও একবার একটা ঝকঝকে ছবি উপহার দিলেন।

‘বস’ যেখানে শেষ হয়েছিল, ‘বস ২’-এর শুরু ঠিক সেখান থেকেই। গল্পে সূর্য (জিৎ) মুম্বাই-এর গরীব মানুষদের জন্য সূর্য ফাউন্ডেশন গড়তে চান। যেখানে গরীব মানুষদের জন্য হাসপাতাল, স্কুল, কলেজ, সবই থাকবে। এবং সবই হবে ফ্রি! কিন্তু এই মিশন পূরণ করতে লাগবে ৩৫ হাজার কোটি টাকা!

স্বভাবতই, সেই টাকা জোগাড়ের ক্ষেত্রে একের পর এক প্রতিবন্ধকতা দেখা যায়। তারই মোকাবিলা করে সূর্য। প্রথমার্ধে ছবিটা কিছুটা একঘেয়ে লাগলেও, বিরতির পরেই ফের গতিময় হয়ে ওঠে ছবির গল্প। সেখানে একটা সুপার্ব টুইস্টও আছে। ছবির সম্পাদনার ক্ষেত্রে আরও একটু নির্দয় হলে ভাল লাগত।

বিশেষত, অ্যালান আমিনের অ্যাকশন সিকোয়েন্সগুলো যথেষ্ট লম্বা। দু’-একটি ক্ষেত্রে বোরিংও। আবার কিছু ক্ষেত্রে যথেষ্ট রোমহর্ষক। জিৎ গঙ্গোপাধ্যায়ের মিউজ়িক ভাল লাগে, বিশেষত অরিজিৎ সিংয়ের গলায় রোম্যান্টিক গানটি। অভিনয়ের ক্ষেত্রে সকলেই খুব ভাল। শুভশ্রী অনেক উন্নতি করেছেন। সারপ্রাইজ়িং প্যাকেজ নুসরাত ফারিয়া। আর চমকে যেতে হয় ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখে।

তবে এই ছবির ইউএসপি নিঃসন্দেহে জিৎ। তার অভিনয়, অ্যাটিটিউড ‘বস’-এর জন্য এক্কেবারে পারফেক্ট। সিনেমাটি দেখার পর আপনিও বলবেন জিৎ-ই বস। প্রথমবার তিনি ছবির জন্য গল্প লিখেছেন। সেখানে কিছু জায়গায় লজিকের অভাব থাকলেও তা বিনোদনের অন্তরায় হয়ে ওঠেনি। সবমিলিয়ে তার লেখা গল্পও ভালই মার্কস পাবে। এক কথায় ‘বস ২’ ইজ় ফুলটু এণ্টারটেনমেন্ট।

অভিনয়: জিৎ, শুভশ্রী, নুসরাত ফারিয়া, ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান ও সুপ্রিয় দত্ত প্রমুখ।
পরিচালনা: বাবা যাদব
প্রযোজনায় : জিৎ ও আব্দুল আজিজ
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে