বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমনি নাকি দারুণ রান্না করেন! আর এই মন্তব্য তার কাছের মানুষদের। তিনি নানা পদের সুস্বাদু খাবার তৈরি করতে পারেন।
চাঁদ রাতে অনেক পরিকল্পনা করেন, ঈদের দিন কী রান্না করবেন। কিন্তু প্রতি ঈদেই তার এই পরিকল্পনা আর বাস্তবে রূপ পায় না। কেন?
পরীমনির ভাষায়, ‘প্রতি ঈদেই সকালে ঘুম থেকে উঠে দেখি, মা সব রান্না করে ফেলেছেন! মার কারণে কোনো ঈদে রান্না করতে পারিনি।’
পরীমনি আরও বলেন, ‘রান্না আমার শখ। আমি সবকিছুই রান্না করতে পারি। ব্যস্ততার ফাঁকে মাঝে মাঝে রান্নাঘরে যাই। ওই সময়টা আমি উপভোগ করি। আমার রান্না খেয়ে যখন সবাই প্রশংসা করে, তা শুনতে খুব ভালো লাগে।’
২৬ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস