মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭, ০২:৩৩:৫৩

ঢাকাসহ সারাদেশে চলছে ঈদের তিন ছবি, দর্শকদের ভিড়

ঢাকাসহ সারাদেশে চলছে ঈদের তিন ছবি, দর্শকদের ভিড়

বিনোদন ডেস্ক: এবার ঈদের মুক্তি পেয়েছে তিনটি বাণিজ্যিক ধারার ছবি। ঢাকাসহ দেশের বিভিন্ন হলে চলছে ‘বস টু’, ‘নবাব’ আর ‘রাজনীতি’।
ঈদের দিন থেকেই দেশের বিভিন্ন হলে ছবিগুলো দেখতে ভিড় করছেন দর্শকরা।

 শাকিব খান-শুভশ্রীর ‘নবাব’ মুক্তি পেয়েছে অধিকাংশ হলে। শাকিবের আরেকটি ছবিও চলছে। দেশীয় প্রযোজনায় তৈরি শাকিব খান-অপু বিশ্বাস-আনিসুর রহমান মিলনের ‘রাজনীতি’ ছবিটি আগ্রহ তৈরি করেছে। আরো চলছে যৌথ প্রযোজনার ছবি জিৎ-শুভশ্রী-ফারিয়ার ‘বস টু’। ঢাকার প্রেক্ষাগৃহগুলোতে দর্শক সমাগম ছিলো আশাব্যাঞ্জক। অনেকগুলো শো হাউসফুল ছিল।  

শোনা যাচ্ছে, ‘নবাব’ ও ‘বস টু’ দেখতে ছুটছেন দর্শক-ভক্তরা। এদিকে, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে জাজ মাল্টিমিডিয়ার দুই ছবি ‘বস টু’ ও ‘নবাব’-এর অগ্রিম টিকেট বিক্রি শেষ বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।  
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে