বিনোদন ডেস্ক : প্রসেনজিতের বিরুদ্ধে এক বিস্ফোরক মন্তব্য জনসমক্ষে তুলে ধরেছিল অভিষেক চ্যাটার্জী। অভিষেক জানান, প্রসেনজিত্ আমার সঙ্গে অনেক পলিটিক্স করলেও, অভিনেতার তুলনায় প্রসেনজিত্ খুব ভালো ডিরেক্টর । কিন্তু তার কাছে যখন জানতে চাওয়া হয়, প্রসেনজিত্ আপনার সঙ্গে অনেক পলিটিক্স করলেও, সেই প্রসেনজিতের তো আপনি গুণের কদর করছেন ?
উত্তরে তিনি জানান, যার যেটা গুণ সেটা একশোবার স্বীকার করব। কারন আমি সামনা সামনি বলি কারও পেছন থেকে বলিনা। এছাড়াও অভিষেক জানান, আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। অনেকে তখন বলেছে থিয়েটার ব্যাকগ্রাউণ্ড থাকলে, সিনেমায় কাজের সুযোগ আসতে পারে। তাই আমি থিয়েটারে যাই, ছয় থেকে আট মাস আমি প্রতি শনি, রবি, বৃহস্পতি থিয়েটার দেখতাম। ওখানে বসে থাকতাম। যদি দীপকদা((চিরঞ্জিত চক্রবর্তী) শুটিংয়ে যেতেন তাহলে আমি ওই চরিত্রে অভিনয় করতে পারতাম। কিন্তু ওই চরিত্রে অভিনয় করার সৌভাগ্য আমার হয়নি।
তিনি বলেন, একদিন সত্য জেঠু আমাকে বললেন, ‘তরুণ মজুমদার একটা নতুন ছবি শুরু করছে। ছবিতে পাঁচটা ইয়ং নতুন ছেলের ক্যারেক্টার আছে। তার মধ্যে প্রসেনজিৎ, তাপস পাল আর শক্তি ঠাকুর অলরেডি সিলেক্টেড। আরো নতুন আনকোরা ছেলে নেবে। তোর নাম বলে রেখেছি”। আমি তরুণ মজুমদারের সাথে দেখা করি। ফাইনালি ওই ছবিতে আমি কাজ করি।
অভিষেক বলেন, তাপস পাল তখন এক নম্বর অভিনেতা। তখন তাপসদার সাথে আমার খুব ভালো বন্ধুত্ত হয়, তখন আমার খুব ভালো সম্পর্ক ছিল তাপসদার। তাপসদার কাছ থেকে জীবনে অনেক হেল্প পেয়েছি। দীপকদার(চিরঞ্জিত চক্রবর্তী) সাথে আমার খুব ভালো সম্পর্ক। দীপকদার ডিরেকশনে আমি দুটো ছবিতে অভিনয় করেছি। দীপকদা, তাপসদা আমার কখনও কোনও ক্ষতি করেনি । কিন্তু প্রসেনজিৎ করেছে। কারন আমার সাথে প্রসেনজিৎ পলিটিক্স করেছে।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস