বিনোদন ডেস্ক : প্রতি ঈদে মুক্তি পায় বলিউডের সুপারস্টার সালমান খানের কোনো না কোনো ছবি। আর সেই ছবি বক্স অফিসে অত্যন্ত সাফল্য পেয়ে সুপারহিট হয়। তবে, শুরুতেই তেমন আশা দেখাতে পারল না সালমান খানের অত্যন্ত প্রত্যাশিত ছবি ‘টিউবলাইট’।
শুরুটাই ভালো হয়নি। এর আগে সালমান খানের ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি বজরঙ্গি ভাইজান এবং সুলতান দুটিই সপ্তাহের শেষে ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছিল। কিন্তু এবার ব্যর্থ হল টিউবলাইট।
২৪ ঘণ্টা জানায়, সালমান খানের অন্যান্য যে সমস্ত ছবি ঈদে মুক্তি পেয়েছে, সেই সমস্ত ছবির বক্স অফিস কালেকশনের তুলনায় টিউবলাইটের বক্স অফিস কালেকশন অনেকটাই কম। সপ্তাহের শেষে ১০০ কোটির ক্লাবে পৌঁছতে পারেনি না এই ছবি।
পরিচালক কবীর খানের পরিচালিত ছবি টিউবলাইট। শুক্রবার এই ছবির বক্স অফিস কালেকশন ২১.১৫ কোটি টাকা, শনিবার ২১.১৭ কোটি টাকা এবং রোববার ২২.৪৫ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। অর্থাৎ ৩ দিনে মোট ৬৪.৭৭ কোটি টাকার ব্যবসা করেছে।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস