বুধবার, ২৮ জুন, ২০১৭, ১১:৫৫:৫৩

আবরামকে আমি মহাভারতের গল্প শোনাই, বললেন শাহরুখ খান

আবরামকে আমি মহাভারতের গল্প শোনাই, বললেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক: নিয়ে তাঁর ‌যে বিশেষ আগ্রহ আছে তা তিনি আগেই জানিয়েছেন। ‘মহাভারত‍’ নিয়ে সিনেমা বানানোও ‌যে তাঁর স্ৱপ্ন তাও বহুবার জানিয়েছেন।

গত সোমবার ‘ঈদ‍‘ সেলিব্রেশনের পর সাংবাদিক সম্মেলনে শাহরুখ জানান, তিনি প্রায় দেড় বছর ধরে মহাভারত পড়ছেন। এমনকি আবরামকে তিনি মহাভারতের গল্প ছোট ছোট আকারে তার মত করে শোনান বলেও জানান শাহরুখ।

পরে শাহরুখ বলেন, মহাভারতের পাশাপাশি আমি ইসলামের বিভিন্ন গল্পও আবরামকে শোনাই। আমাদের একে অপরের ধর্মকে শ্রদ্ধা করা উচিত। আমি আমার ছেলে মেয়েকেও তাই শেখানোর চেষ্টা করছি। আশাকরি, আমর ছেলে মেয়েরা সেটা শিখবে। প্রত্যেক ধর্মের ভালো গুনগুলো গ্রহণ করা উচিত বলে জানান কিং খান।

প্রসঙ্গত, বহুদিন আগে আবরাম নামের অর্থ বলতে গিয়ে শাহরুখ বলেছিলেন এটা মূলত সন্ত গোছেন নাম। আবরাম এসেছে হিৱ্রু শৱ্দ আৱ্রাহাম থেকে। এই নামের মধ্যে আব ও রাম দুটোকেই পাওয়া ‌যায়। ‌যেহেতু আবরাম এর মা হিন্দু, বাবা মুসলিম, তাই আব ও রাম নিয়ে আবরাম রাখা হয়েছে ইংরাজিতেও এর বানান তাই AbRam লেখা হয়। অর্থাৎ আব ও রাম।
২৮ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে