বুধবার, ২৮ জুন, ২০১৭, ০৪:৩৩:০০

সালমানের বেপরোয়া ভক্তদের ওপর লাঠিচার্জ

সালমানের বেপরোয়া ভক্তদের ওপর লাঠিচার্জ

বিনোদন ডেস্ক: প্রতিবছরই ঈদ ও তার জন্মদিনে সালমান খান নিজের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ভক্তদের দেখা দেন। তবে এবারের চিত্রটা একটু অন্য রকম ছিল। আর ঘটনা সামলাতে পুলিশের লাঠিচার্জও করতে হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি।

এ বছর সালমানের বাড়ির সামনে হাজির হওয়া অনুরাগীর সংখ্যা ছিল অনেক বেশি। এদের মধ্যে কয়েকজন বেপরোয়া ভক্ত বলিউড সেলিব্রিটিকে খুব কাছ থেকে দেখতে দেয়াল টপকে তার অ্যাপার্টমেন্টে প্রবেশের চেষ্টা চালায়।  এ সময় সালমানের নিজস্ব নিরাপত্তারক্ষীরা তাদের আটকাতে না পেরে পুলিশ ডাকতে বাধ্য হন।

পরে পুলিশ এসে সালমান ভক্তদের বেধড়ক পিটিয়ে ছত্রভঙ্গ করে দেন। এদিকে বলিউড তারকার বাড়ির সামনে অপেক্ষারত ভক্তদের কারণে ওই এলাকায় বিশাল যানজটও সৃষ্টি হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।
২৮ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে