বুধবার, ২৮ জুন, ২০১৭, ০৫:১৪:০৩

মফস্বলের হলগুলোতে উপচেপড়া ভিড়, যোগান দিতে হচ্ছে বাড়তি আসন

মফস্বলের হলগুলোতে উপচেপড়া ভিড়, যোগান দিতে হচ্ছে বাড়তি আসন

বিনোদন ডেস্ক: এবারের ঈদের ছবি দেখার জন্য মফস্বল শহরের হলগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের প্রায় প্রতিটি অঞ্চলের সিনেমা হলগুলো লেগে রয়েছে দর্শকের চাপ। চাপ সামলাতে কর্তৃপক্ষ নির্দিষ্ট আসনের বাইরে অতিরিক্ত আসন সরবরাহ করছে বলে খবর পাওয়া গেছে।

দিনাজপুর জেলার পার্বতীপুরের একমাত্র সিনেমা হল উত্তরা টকিজ। এবারের ঈদে এ সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে যৌথ প্রযোজনার ছবি, জিত, নুসরাত ফারিয়া, শুভশ্রীর বস টু। 'বস টু। ' ঈদের দিন মর্নিং শো থেকেই দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। বাধ্য হয়ে সিনেমা হল কর্তৃপক্ষ অতিরিক্ত আসন সরবরাহ করে। অনেকেই টিকেট না পেয়ে ৬০ টাকার টিকেট ব্ল্যাকে ৭০/৮০ টাকা দিয়ে ক্রয় করে হলে প্রবেশ করে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সিনেমা দেখতে আসা দর্শকদের আগ্রহের কোনো কমতি ছিল না। এরকম কয়েজকজনের সাথে হয়। স্থানীয় হাবড়া থেকে সিনেমা দেখতে আসা দর্শক সবুজ সরকারের কাছে জানান, তিনি শুনেছেন এখন দেশে অনেক ভালো ভালো ছবিও আসছে। পাইরেসি বন্ধ হওয়ায় ছবিগুলো সিনেমা হল ছাড়া কোথাও দেখা সম্ভব হয় না। তাই আগেভাগে চলে এসেছেন 'বস টু' দেখতে।

একই জেলার ফুলবাড়িতে আকাশ সিনেমায় প্রদর্শিত হচ্ছে বুলবুল বিশ্বাসের 'রাজনীতি' ছবিটি। সেখানেও একই চিত্র লক্ষ্য করা গেছে। স্থানীয় বেশ কয়েকজনের সাথে এ বিষয়ে কথা হয়। তারা জানান শাকিব খানের ভক্ত হওয়ায় তারা তার কোনো ছবি মিস করেন না। ঈদের শাকিব খানের সবগুলো ছবিই দেখবেন।

সৈদপুরের তামান্না সিনেমা ও ফুলবাড়ির উর্বশী সিনেমায় প্রদর্শিত হচ্ছে শাকিব খানের 'নবাব' ছবিটি। এই দুই হলেই ঈদের তৃতীয় দিনেও দর্শকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। জলঢাকা থেকে সিনেমা দেখতে আসা দর্শক মামুন স্থানীয় ভাষায় বলেন, 'মুই শাকিবের ছবি হইলে কোনোটাও মিস দেঁওনা। আর ভালো হইলো মুই দেখিম, মোর সাথে ৫ জন বন্ধু আলছে, হামরা সবাই মিলি সব সময় ছবি দেখবার যাঁও। '

ফেনীর দুলাল সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে 'নবাব। ' সেখানেও দর্শকের ভিড় কম ছিল না। তবে সেখানের কয়েকজন দর্শকের সাথে কথা বলে ছবির গল্প সম্পর্কে সন্তোষজনক মন্তব্য পাওয়া যায় নি।

বাগেরহাটের শ্যামনগরে সুন্দরবন সিনেমা চলছে নবাব সিনেমাটি। সেখানে ঈদের দিন রাতের শো দেখার জন্য দলবেঁধে ১৪ জনের একটি দল যান। কিন্তু ভগ্ন হৃদয়ে তাঁদের ফিরে আসতে হয়। বাড়তি আসন সরবরাহের পরেও তারা কোনো টিকেট পাননি। এদিকে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও টিকেট সঙ্কট যাচ্ছে বলে জানা গেছে। অগ্রিম টিকেট বিক্রি হয়ে যাচ্ছে। ঈদে বিদেশি ছবির চেয়ে বাংলাদেশের ছবি দেখার জন্যই সিনেপ্লেক্সে দর্শকেরা ভিড় করছেন- এমনটা জানা গেছে।

এদিকে ঈদের ছবির ইতিবাচক দিক দেশের নির্মাতাদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে অনেকের মতে যৌথ প্রযোজনার ছবির কারণে দেশীয় ছবি মার খেয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেক নির্মাতাই। তবে সবকিছু মিলিয়ে সিনেমা হলে দর্শক আসছেন এটাই মুখ্য বিষয় মনে করে চলচ্চিত্র সংশ্লিষ্টদের এগিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মনে করছেন সাধারণ চলচ্চিত্রপ্রেমী দর্শকেরা।-কালের কন্ঠ  
২৮ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে