বিনোদন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরে সিনেমা হল জরিপে ‘নবাব’ এবং ‘বস টু’র মধ্য নবাব অনেকটাই এগিয়ে। শাকিবের নবাব প্রথমে ১২২ হলে মুক্তি পাওয়ার কথা থাকলে এখন তা বেড়ে দাঁড়িয়ে ১২৭টি হলে।
অন্যদিকে কলকাতার সুপারস্টার জিৎ অভিনীত বস-টু ১১১ টি হলে মুক্তি পাওয়া কথা ছিল এবং মুক্তি পেয়ে ১১২টি হলে। মানে জিতের হল বেড়েছে ১টি আর শাকিবের বেড়েছে ৫টি। পেক্ষাগৃহ হিসেবে তাই এগিয়ে থাকলেন নবাব শাকিবই।
ঈদে ছবি মুক্তি মানেই প্রযোজকদের লাভ-লোকশানের হিসাব-নিকাশ শুরু। বিগত বছরগুলোতে ছবির বাজার মন্দা গেলেও গত ঈদের মত এবারের ঈদেও প্রেক্ষাগৃহগুলোতে দর্শক সমাগম রয়েছে চোখে পড়ার মত।
চলচ্চিত্র সংশিষ্ট ও ছবিগুলো নির্মাণের সঙ্গে যারা জড়িত তারা হিসেব কষছেন ছবি দুটি হালহকিকত নিয়ে। কেমন চলছে দুটি ছবি। খোঁজ নিয়ে জানা গেছে, দু’টি মধ্যে ব্যবসার শীর্ষে রয়েছে শাকিব খান অভিনীত ‘নবাব’। যেটি মুক্তি পেয়েছে ১২৭টি সিনেমাহলে।
‘নবাব’ ছবিটি শাকিব-শুভশ্রী জুটির প্রথম ছবি, পরিচালনা করেছেন জয়দিপ মুখার্জী। এ ছাড়া ছবিটিতে অমিত হাসান, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ অভিনয় করছেন।
কলকাতা থেকে জিতের নিজস্ব প্রযোজনায় এবং বাংলাদেশের জাজের প্রযোজনায় বেশ ব্যবসা করছে জিৎ অভিনীত ‘বস টু’ ছবিটিও। ছবিটিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী এবং নুসরাত ফারিয়া। বাবা যাদব পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছে ১১২ হলে।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস