বিনোদন ডেস্ক : ধর্ম পরিবর্তন করে আমি নিজে নিজেই ইসলাম ধর্ম শিখেছি। শাকিব আমাকে ধর্ম চেঞ্জ করার জন্য কখনই প্রেসার দেয়নি বলে জানান অপু বিশ্বাস।
অপু বলেন, ‘আমার সঙ্গে থাকেন শেলি আপু। তিনি খুব ধার্মিক। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। তিনি আমাকে সহযোগিতা করেছেন। প্রথম এক-দুই বছর আমি কিছু বুঝতাম না। এরপর আস্তে আস্তে বুঝতে শিখেছি। একবার শাশুড়ি বললেন, সাতাশের রোজায় একটা নামাজ আছে। তুমি এ নামাজ মসজিদে গিয়ে পড়। তখন আমি সবাই যেমন করতো আমিও ঠিক তেমন করতাম। সবাই যখন বসতো তখন আমিও বসতাম। সবাই যখন উঠত তখন আমিও উঠতাম। এভাবে নামাজ পড়েছি।’
অপু বলেন, ‘আমার মতে, একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছে যখন, তখন শাকিবেরই উচিত ছিলো লোক রেখে আমাকে ধর্ম শিক্ষা দেয়ার। তবে এটা ঠিক, শাকিব আমাকে ধর্ম চেঞ্জ করার জন্য কখনই প্রেসার দেয়নি।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস