বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭, ১১:৪৭:২৫

চলে গেলেন কিংবদন্তি গায়িকা সবিতা চৌধুরী

চলে গেলেন কিংবদন্তি গায়িকা সবিতা চৌধুরী

বিনোদন ডেস্ক: ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী সবিতা চৌধুরী আর নেই। বুধবার রাত ২টা ৪৫ মিনিটে প্রয়াণ হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। বহুদিন ধরেই এ সংগীতশিল্পী ক্যানসারে ভুগছিলেন।

এবেলা জানায়, মৃত্যুর আগে মেয়ে অন্তরা চৌধুরীর কাছেই ছিলেন তিনি। জীবনের শেষ কয়েকটি দিন বড় মেয়ের কাছেই কাটাতে চেয়েছিলন সবিতা চৌধুরী। মেয়ে অন্তরা চৌধুরী এমনই জানিয়েছিলেন।

এই বর্ষীয়ান সংগীতশিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা সংগীত মহল। স্বামী সলিল চৌধুরীর অনুরোধেই প্রথম একটি অ্যলবামে গান গেয়েছিলেন তিনি। তার গলায় ‘সুরের সেই ঝর-ঝর-ঝরণা’, ‘প্রজাপতি প্রজাপতি’, ‘হলুদ গাঁদার ফুল’, ‘ঝিলমিল ঝিলমিল’-এর মতো অসংখ্য গান বাঙালির মনে চিরন্তন হয়ে থাকবে।
২৯ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে