বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭, ১১:০৩:৪৪

বাংলা চলচ্চিত্র বাঁচাতে রাস্তায় নেমেছেন প্রসেনজিৎ-দেবরাও

বাংলা চলচ্চিত্র বাঁচাতে রাস্তায় নেমেছেন প্রসেনজিৎ-দেবরাও

বিনোদন ডেস্ক : হাতে আর মাত্র কয়েকদিন। ১ জুলাই থেকে সারা ভারত জুড়ে চালু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের নতুন কর কাঠামো। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির পণ্য পরিষেবা কর বা জিএসটি (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স) আলোড়ন ফেলেছে ভারতের সর্বত্র।

জিএসটি নিয়ে সংসদে ৩০ জুন মধ্যরাতে রয়েছে বিশেষ বৈঠক। ইতিমধ্যেই সেই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বক্ষেত্রের মতো জিএসটির প্রভাব পড়বে ফিল্ম ইন্ডাস্ট্রির উপরেও। যাতে বিপুল ক্ষতির মুখ দেখতে পারে আঞ্চলিক সিনেমা।

সেই নিয়ে সরব হয়েছে বিভিন্ন রিজিওনাল ফিল্ম ইন্ডাস্ট্রিগুলি। তার প্রভাব পড়তে চলেছে টলিউডেও। ২৮ শতাংশ জিএসটি বাংলা ইন্ডাস্ট্রির পক্ষেও ক্ষতিকর, কিছুদিন আগেই তার প্রতিবাদে সরব হয়েছিল গোটা ইন্ডাস্ট্রি। প্রতিবাদে রাস্তায় নেমেছেন প্রসেনজিৎ ও দেবের মতো তারকারাও।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে