শুক্রবার, ৩০ জুন, ২০১৭, ১১:৫৮:১৪

ধুন্ধুমার ব্যবসা করছে শাকিব খানের 'নবাব', টিকেটের জন্য হাহাকার

ধুন্ধুমার ব্যবসা করছে শাকিব খানের 'নবাব', টিকেটের জন্য হাহাকার

বিনোদন ডেস্ক : নেত্রকোনার হিরামন, কটিয়াদির কথাচিত্র, সিরাজগঞ্জের মমতাজ সিনেমা হল, জয়পুরহাটের নাজমা সিনেমা হল, মুক্তাগাছার রুমা, শাহজাদপুরের মনিহারসহ নবাব প্রদর্শিত সারাদেশের প্রায়ই সব সিনেমা হলেই একই অবস্থা।  

শাকিব খানের ঈদের ছবি ‘নবাব’ ধুন্ধুমার ব্যবসা করে চলেছে। সারাদেশে  ১২৯টি সিনেমা হলে ‘নবাব’ মুক্তি পেয়েছে। ঈদের পঞ্চমদিনেও ছবিটি দর্শকদের  আগ্রহের তালিকায় শীর্ষে। তাই সবাই এখন 'নবাব' এর টিকেটের খোঁজে হারিয়ে যাওয়া সিনেমা দর্শকেরা।   প্রত্যন্ত অঞ্চলের সিনেমা হলগুলোতে আসন পূর্ণ হয়ে যাওয়া পেতে দেয়া হচ্ছে অতিরিক্ত বেঞ্চ।   সেই বেঞ্চে বসেই উপভোগ করছেন 'নবাব। ' সেই সাথে টিকেটের জন্য হাহাকার।  অর্থাৎ শো হাউজফুল যাচ্ছে কি না এ প্রশ্ন করাটাই হয়ে যাচ্ছে বোকামি। এমনটাই জানিয়েছেন। চোখে আঙুল দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে নবাব, ভালো ছবি হলে দর্শক আসবেই।

শুধু মফস্বল নয়, ঢাকার সিনেমা হলগুলোতে দুদিন পরের শোয়ের টিকেট পাওয়া যাচ্ছে। বসুন্ধরা সিটিতে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে নবাব। আটতলায় অবস্থিত সিনেমা হলের লাইন এসে পড়ছে এক তলার বাইরে, এমনকী রাস্তা পর্যন্ত গিয়ে ঠেকছে। তবুও নবাবের টিকেট চাই। অনেকেই আবার হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। পরিকল্পনা করছেন দু-চারদিন পর ছবিটি দেখবেন।

জানা গেছে নবাবের টিকিট সংকটের কারণে চট্টগ্রাম ও গাজীপুরের কাপাসিয়ায় দুটি হল ভাঙচুর করা হয়েছে। ফুলবাড়ির উর্বশী সিনেমা হলে দিনাজপুরের চারটি উপজেলার মানুষ ভিড় করছে প্রতিদিন। কিন্তু এতো আসন দেয়া সম্ভব নয় তাই অনেকেই ভারক্রান্ত মন নিয়ে ফিরে যাচ্ছেন। একই অবস্থা সৈদপুরের তামান্না সিনেমা হলে। এই হলে ভিড় করছেন নীলফামারী জেলার অর্ধেক সিনেমাপ্রেমী।

মিরপুরের সনিতে চলছে ‘নবাব। ’ হল মালিক মোহাম্মদ হোসেন বলেন,  ছবিটি এতো ভালো ব্যবসা করবে ভাবিনি। ঈদের দিনের প্রথম শো থেকে খুব ভালো ব্যবসা করছে নবাব। অতিরিক্ত দর্শক ঠেকাতে বাড়তি নিরাপত্তাকর্মী নিতে হয়েছে । আগামী কয়েক সপ্তাহ নবাব ব্যবসা ভালো ব্যবসা করবে।

খুলনা সদরের শঙ্ক সিনেমা হলে ঈদের পরদিন নবাব দেখতে গিয়ে টিকিট পাননি স্থানীয় আজম খান কমার্স কলেজের তিন শিক্ষার্থী রঞ্জন, শাওন ও সজীব। গতকাল (বুধবার) অনেক কষ্টে নবাব দেখে তারা বলেন, ‘সিনেমা হলের সামনে লোকজনের ভিড়ে ঘেমে গোসল করার মতো অবস্থার মধ্যেও কষ্ট করে টিকিট কেটে হলের ভেতর দাঁড়িয়ে ছবি দেখতে হচ্ছে অনেককেই। ১০০ টাকার টিকিট ১৫০ টাকা দিয়ে কিনেছি। এরপরও ছবি দেখার আগ্রহ মোটেও কমেনি। দুর্দান্ত লেগেছে ছবিটি। ভিড় কমলে আবারও দেখব। ’

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুতুব আল জাহিদ ঈদের ছবিটি দেখতে গেছেন মাগুরায় নিজ বাড়িতে। সেখানকার স্থানীয় পূর্বাশা সিনেমা হলে চলছে ‘নবাব’। হলের পরিবেশ ভালো না হলেও ব্ল্যাকে টিকিট কেটে ‘নবাব’ দেখার পর জানিয়েছেন, শাকিব খানের ‘প্রিয়া আমার প্রিয়া’ দেখতে গিয়ে এমন ভিড়ের সম্মুখীন হয়েছিলেন তিনি।

ঢাকার ‘অভিসার’ সিনেমা হলে ঈদের তৃতীয়দিন (বুধবার) সন্ধ্যার শোতে ‘নবাব’ দেখতে গিয়েছিলেন ঢাবির ছাত্র এ আই আপেল। টিকিট না পেয়ে অগত্যা তিনি ফিরে এসে জানান, ‘প্রচুর ভিড় ছিল সন্ধ্যার শোতে। লাইনে দাঁড়িয়েছিলাম টিকিটের জন্য কিন্তু পাইনি। আমার মতো অনেকেই টিকিট না পেয়ে ফিরে গেছে। ’

‘শ্যামলী’ সিনেমা হলের ম্যানেজার আহসানউল্লাহ হাসান বলেন, আজ শুক্রবারের শোয়ের কোনো টিকেট নেই। ছবিটি দুর্দান্ত ব্যবসা করছে। এতো মানুষ হলে ছবি দেখতে আসবে তা কল্পনাতীত। আমি নিজেও দু’বার দেখেছি ছবিটি।   ভালো লেগেছে। আমার স্বজনদেরকেও আমি টিকেট দিতে পারছি না।

নাগেশ্বরীর জিকো সিনেমা হলে নবাব ছবিটি দেখতে যাওয়া এক দর্শক বলেন, আমি দেখতে গেছিলাম প্রথম শো, কিন্তু আমাকে দেখতে হয়েছে বিকেলের শো। তিনঘণ্টার মতো টিকেটের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম।

সিলেটের বিজিবি অডিটোরিয়ামে মানুষ নবাবের জন্য লাইনে দাঁড়িয়েও টিকেট পাচ্ছে না বলে জানা গেছে। তরুণ প্রজন্মের অনেকেই বিস্মিত হয়েছেন সিনেমা হলে প্রথমবারের মতো এতো মানুষ দেখে। অবাক হয়ে চলে যাচ্ছেন হলে, ফিরে এসে তৃপ্তির ঢেকুর তুলে ফেসবুকে পোস্ট করছেন শাকিবের নবাবকাহন। সোশ্যাল মিডিয়া সূত্রে এমনটাই জানা গেছে। এমনই ঘটছে।

আকশ নামের এক তরুণ যশোর থেকে খুলনা গিয়েছেন নবাব দেখতে। কিন্তু প্রথম শোয়ের টিকেট না পেয়ে দ্বিতীয় শোয়ের জন্য অপেক্ষা করতে থাকেন। অবশেষে খুলনা থেকে নবাব দেখেই যশোর ফেরেন আকাশ।

নেত্রকোনার হিরামন, কটিয়াদির কথাচিত্র, সিরাজগঞ্জের মমতাজ সিনেমা হল, জয়পুরহাটের নাজমা সিনেমা হল, মুক্তাগাছার রুমা, শাহজাদপুরের মনিহারসহ নবাব প্রদর্শিত সারাদেশের প্রায়ই সব সিনেমা হলেই একই অবস্থা।  

যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ ছবিটি কলকাতা থেকে প্রযোজনা করেছে এসকে মুভিজ। এই ছবিটি পরিচালনা করেছেন জয়দ্বীপ মুখার্জি ও আব্দুল আজিজ। ছবিতে শাকিব খানের নায়িকা শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, মেঘলা, রজতাভ দত্ত, সব্যসাচী, খরাজ মুখার্জি, কমল।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে