শনিবার, ০১ জুলাই, ২০১৭, ১১:২২:৩৭

বলিউডের তিন খানের মধ্যে কেন বাদ দিল শাহরুখ খান কে?

বলিউডের তিন খানের মধ্যে কেন বাদ দিল শাহরুখ খান কে?

বিনোদন ডেস্ক :  অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে নিমন্ত্রিতদের অধিকাংশই পুরুষ এবং সাদা চামড়ার। এরকমই অভিযোগ উঠেছিল অস্কারের বিরুদ্ধে। তখন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সদস্য সংখ্যা ছিল ৬৮৩। এই অভিযোগ ভাঙতে নিমন্ত্রিত সদস্যদের সংখ্যা বাড়িয়েছে অস্কার।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে নিমন্ত্রিতদের মধ্যে রয়েছেন ভারতের অভিনেতারাও। বলিউড অভিনেতাদের মধ্যে রয়েছেন— অমিতাভ বচ্চন, প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, ঐশ্বর্য রাই বচ্চন, ইরফান খান, আমির খান, সলমন খান। কিন্তু বাদ পড়েছেন বলিউডের কিং খান ওরফে শাহরুখ খান।

বলিউডের তিন খানের মধ্যে আমির-সালমান দু’জনেই রয়েছেন। কিন্তু বলিউডের তিন খানের মধ্যে কেন বাদ দিল শাহরুখ খান কে, এই নিয়ে এসআরকে ভক্তকূলে প্রশ্ন উঠেছে। ‘হলিউড রিপোর্টার’-এর একটি রিপোর্ট অনুযায়ী, অভিনেতারা ছাড়াও যে ভারতীয়রা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে নিমন্ত্রিত হয়েছেন, তাঁরা হলেন পরিচালক মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, তথ্যচিত্র পরিচালক আনন্দ পটবর্ধন প্রমুখ।

কিন্তু ভারতে যে অভিনেতাকে নিয়ে এত হইচই, যাঁর ভক্তের সংখ্যা গুনে শেষ করা যায় না, যাঁকে চোখ বন্ধ করে নকল করে তাঁর ভক্তরা, তাঁকে কী ভাবে ভুলে গেল অস্কার?

প্রশ্ন উঠেছে, ‘‘তাহলে কি অস্কার এসআরকে-কে ‘গ্লোবাল আইকন’ বলে মনেই করে না?’’ ‘হলিউড রিপোর্টার’-এর রিপোর্ট অনুযায়ী, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সদস্য হতে গেলে তাঁকে চলচিত্র জগতে ব্যতিক্রমী সাফল্য পেতে হবে। তাহলে কি শাহরুখ এখনও সফল নন? ভক্তদের দাবি, যেখানে দীপিকা পাডুকোনও জায়গা করে নিয়েছেন, সেখানে শাহরুখেরও নিমন্ত্রিতদের মধ্যে থাকা উচিত ছিল।-এবেলা
এমটিনিউজ২৪/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে