শনিবার, ০১ জুলাই, ২০১৭, ০৪:২৫:০৮

মাঝে মধ্যে নির্লজ্জ হতে হবে মেয়েদের : স্বরা

মাঝে মধ্যে নির্লজ্জ হতে হবে মেয়েদের : স্বরা

বিনোদন ডেস্ক : অভিনয় দক্ষতায় নিজের অবস্থান আগেই বলিউডে শক্ত করেছেন স্বরা ভাস্কর। তবে অভিনয়ের পাশাপাশি সমাজ সম্পর্কেও যে তিনি সচেতন তার প্রমাণ পাওয়া যায় তার মন্তব্যে। ভারতীয় সমাজে মেয়েরা এখনও পিছিয়ে পড়া বলেই মনে করেন নায়িকা।

সম্প্রতি এক অ্যাওয়ার্ড ফাংশনে স্বরা বলেন, সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য কখনও কখনও মেয়েদের রাগ দেখানো উচিত। আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলা অনেক ঘটনাই ঠিক নয়। এজন্যই মাঝে মধ্যে নির্লজ্জ হতে হবে মেয়েদের। লজ্জাকে ভুলে সে সব ঘটনার প্রতিবাদ করতে হবে।

নিজের লক্ষ্যপূরণের জন্য মেয়েদের এমনটাই করা উচিত। সম্প্রতি ‘আনারকলি অফ আরহা’ ছবিতে স্বরার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। এক গ্রামীণ নর্তকীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

কখনও রাজনীতিতে, কখনও অপরাধে জড়িয়ে পড়া সেই মেয়েটি এমন গান গাইত যার দ্বৈত অর্থ। অভিনয়ের পাশাপাশি সামাজিক বিভিন্ন ইস্যুতেও যে এবার স্বরা মুখ খুলবেন এ যেন তারই ইঙ্গিত।
জুলাই, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে