শনিবার, ০১ জুলাই, ২০১৭, ০৪:৪৩:২৫

সুজানার কোলে শাকিব-অপুর সন্তান জয়-ফেসবুকে চলছে লাইক আর কমেন্টের ঝড়

সুজানার কোলে শাকিব-অপুর সন্তান জয়-ফেসবুকে চলছে লাইক আর কমেন্টের ঝড়

বিনোদন ডেস্ক: শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। এবারই ছিল তার জীবনের প্রথম ঈদ। আর এই ঈদে অপু বিশ্বাসের গুলশানস্থ নিকেতনের বাসায় গিয়েছিলেন অভিনেত্রী সুজানা। সেখানে জয়কে কোলে নিয়ে দারুণ সময় কাটিয়েছেন তিনি।

আর সে সময়গুলো ক্যামেরাবন্দি করে গতকাল শুক্রবার ফেসবুকে  পোস্ট করেছেন। এরপর থেকেই সে পোস্টে চলছে লাইক আর কমেন্টের ঝড়। সুজানা লিখেছেন- ঈদ আড্ডা, আমার সুন্দরী বান্ধবী আর তার রাজপুত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতেও এমন ভালোবাসার কথা প্রকাশ করেছেন তিনি।

এদিকে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি এবারের ঈদে ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বুলবুল বিশ্বাস পরিচালিত এ ছবিটি দেখার জন্য আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে গিয়েছেন শাকিব খান। সেখান থেকে ফিরে আজই তিনি ছেলে জয়কে দেখতে যাবেন বলে মানবজমিনকে জানিয়েছেন।

শাকিব খান ব্লকবাস্টার সিনেমাসে যাবার আগে বলেন, ঈদের সময় লন্ডনে ছিলাম। ফিরে এসে গতকাল(শুক্রবার) ঈদে মুক্তি পাওয়া আমার অভিনীত ‘নবাব’ ছবিটি শ্যামলী সিনেমা হলে দেখলাম। আজ ‘রাজনীতি’ ছবিটি দেখতে যাচ্ছি। সেখান থেকে ফিরে জয়কে দেখতে যাব। এখনও ছেলের সঙ্গে ঈদ উদযাপন করা হয়নি আমার।

অন্যদিকে অপু বিশ্বাস জানান, শাকিবকে বেশ মিস করছে জয়। একটু পর পর বাবা বলে ডাকছে। উল্লেখ্য, ২০১৬ সালের ২৭শে সেপ্টেম্বর জয়ের জন্ম হয় কলকাতায়। শাকিব-অপুর বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ই এপ্রিল। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখা হয়। পরে এ বছরই হঠাৎ করে গণমাধ্যমের কাছে বিয়ের কথা প্রকাশ করেন অপু বিশ্বাস। এ পর্যন্ত শাকিব-অপুর সন্তান জয়ের ছবি কোথাও প্রকাশ হলে সেটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যাচ্ছে।
০১ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে