বিনোদন ডেস্ক : শনিবার সকাল থেকে হঠাৎ দুর্ভোগের সম্মুখীন পশ্চিমবঙ্গের সিনেমাপ্রেমীরা। নানা টিকিট বুকিংয়ের অনলাইন পোর্টালে ঢুকে হতভম্ব হয়ে বসে আছেন অনেকেই। বাংলা ছবির শোটাইম দেখা যাচ্ছে বটে, কিন্তু বুক করা যাচ্ছে না। খবর এবেলার।
আবার কোনও কোনও ক্ষেত্রে শোটাইমও দেখা যাচ্ছে না। ভারতের কেন্দ্রীয় সরকারের জিএসটি আইন বহাল হয়েছে গতকাল মাঝরাতে। তারপর থেকেই চূড়ান্ত বিভ্রান্তি। এখনও পর্যন্ত কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে টিকিট বিক্রি নিয়েও চলছে চাপানউতোর। একই বিভ্রান্তি দেখা যাচ্ছে সোশাল মিডিয়াতেও।
শনিবার সকাল থেকেই কলকাতার প্রিয়া ও স্টারে কোনও টিকিটই বিক্রি করা হয়নি। কম্পিউটারাইজড তো নয়ই, পেপার টিকিটও বিক্রি করতে নারাজ হলমালিকরা। ‘যতক্ষণ না জিএসটির সফটওয়ার আপলোড হচ্ছে, ততক্ষণ কোনও টিকিট বিক্রির প্রশ্নই ওঠে না,’ জানালেন প্রিয়া এন্টারটেনমেন্টের কর্ণধার অরিজিৎ দত্ত, ‘সফটওয়ার লোড করার পর আমরা স্বাভাবিক ছন্দে ফিরব। যত ক্ষতি স্বীকার করতে হোক না কেন।’
এরই সঙ্গে জোর গুজব জিৎ অভিনীত বস-টু আর দেব অভিনীত চ্যাম্প ঘিরেও। ঈদে মুক্তিপ্রাপ্ত এই দুই ছবির প্রযোজকও দুই নায়ক। হঠাৎই শোনা যায়, দুটো ছবিই হল থেকে তুলে নিতে বাধ্য হবেন তারা। ফলে তাদের নাকি প্রভূত আর্থিক ক্ষতি হতে পারে। তবে এখনও পর্যন্ত হল থেকে কোনও ছবি তুলে নেওয়ার খবর পাওয়া যায়নি।
তবে, মাল্টিপ্লেক্সের চেহারাটা অন্যরকম। সেখানে কম্পিউটারাইজড সিস্টেমে কোনও অসুবিধে হচ্ছে না বলেই খবর। আইনক্সে জিএসটি মেনেই টিকিট দেওয়া শুরু হয়েছে, তবে টিকিটের দামে তেমন কোনও হেরফের হয়নি এখনও পর্যন্ত। আজ সন্ধ্যার মধ্যেই নতুন টিকিটের দাম ধার্য করা হবে, এমনটাই আইনক্সের পক্ষ থেকে জানালেন পঙ্কজ লাডিয়া।
জুলাই, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস