শনিবার, ০১ জুলাই, ২০১৭, ০৮:৩৬:৪৮

হিন্দু-মুসলিম সম্প্রীতির ছবি 'এ বিলিয়ন কালার স্টোরি'-তে কী আছে?

হিন্দু-মুসলিম সম্প্রীতির ছবি 'এ বিলিয়ন কালার স্টোরি'-তে  কী আছে?

বিনোদন ডেস্ক: লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের বার্ষিক অডিয়েন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবার হৃদয় সিক্ত করলো হিন্দু-মুসলিক সম্প্রীতি বিষয়ক একটি সিনেমা। বলিউডের চলচ্চিত্র নির্মাতা সতীশ কুশাকের প্রযোজনায় 'এ বিলিয়ন কালার স্টোরি' ছবিটির পরিচালক ছিলেন পদ্মজুমার নারাসিমহামূর্তি। মুভিটি দেখার পর বিগলিত মনে সবাই ব্যাপক প্রশংসা করেছেন।  

ছবিটি আসলে কোনো নির্দিষ্ট স্থান ও গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। দেশ থেকে দেশান্তরে এর আবেদন ও বক্তব্য ছড়িয়ে পড়তে পারে। হয়েছেও তাই। সংস্কৃতি ও ধর্মভেদে মানুষের প্রতি মানুষের যে সহমর্মিতা, তাই তুলে আনা হয়েছে ছবিতে, জানালেন নির্মাতারা।  

ব্রিটেন এবং ইউরোপে আয়োজিত সর্ববৃহৎ সিনেমা মেলাটি হলো 'বাগরি ফাউন্ডেশন লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'। দক্ষিণ এশিয়ার নতুন ও সৃষ্টিশীল চলচ্চিত্রকারদের বিশেষ প্লাটফর্ম দেওয়া হয় এখানে। জুনের ২২ তারিখ থেকে শুরু হয়েছে এ মেলা, শেষ হবে জুলাইয়ের ২ তারিখে।  

মেলার এক্সিকিউটিভ এবং প্রোগ্রামিং ডিরেক্টর ক্যারি রাজিন্দার সোহানি বলেন, এই ফিল্ম ফেস্টিভ্যাল ক্রমশ গঠনমূলক আলোচনা ও বিতর্ককে এগিয়ে নিয়ে চলেছে। এটা একটা দারুণ বিষয়। পরিবর্তনশীল ভারতীয় চলচ্চিত্রের কাঠামোটাকেও পরিপক্কতা দিচ্ছে এই আয়োজন। সেই সঙ্গে সানাল কুমার শশীধরনের মতো ভিন্ন ঘরাণার চলচ্চিত্র নির্মাতাকেও বের করে আনা হচ্ছে এখানে। সূত্র : ডন
০১ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে