রবিবার, ০২ জুলাই, ২০১৭, ১০:৫০:০২

জিএসটি-র ধাক্কায় বন্ধ বসগিরি

জিএসটি-র ধাক্কায় বন্ধ বসগিরি

বিনোদন ডেস্ক: সম্প্রতি বাংলা সিনেমার উন্নয়নের পথের দীর্ঘতম বাধাটি জিএসটি। এক দেশ এক কর নীতির কারণে বাঙালি ফিল্ম ইন্ডাস্ট্রি ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

জিএএসটি-র ক্ষতিকারক প্রভাব কিছু সম্প্রতি প্রকাশিত চলচ্চিত্র যেমন ‘বস 2’ ‘টিউবলাইট’-এর উপরেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও দেবের ‘চ্যাম্প’ করমুক্ত হওয়ায় একটু স্বস্তিতে দেব। কিন্তু তাঁর পরবর্তী ছবি নিয়ে আশঙ্কায় আছেন তিনি।
তবে জিএসটির প্রভাবে অনেকগুলি টেলিভিশন শো ইতিমধ্যে বাতিল করা হয়েছে। মজা করে অনেকে বলছেন, জিএসটির ঘুসোয় কুপোকাত হয়ে গেছেন বক্সার দেব।

জিএসটি নিঃসন্দেহে শিল্পীদের জন্য একটি বিশাল সমস্যা নিয়ে আসবে। বর্তমানে বাংলা সিনেমা এমনিতেই খুব ধীর গতিতে চলছে। এর পর যদি আবার সিনেমার টিকিটের দাম বাড়ে তাতে দর্শক আর হলে এসে কটা সিনেমা দেখবে সেই নিয়ে ভীষণই চিন্তিত ছবির প্রযোজক থেকে পরিচালক সকলেই।
০২ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে