সোমবার, ০৩ জুলাই, ২০১৭, ০৫:০২:০১

‘দেখ কেমন লাগে’ কাকে বললেন শুভশ্রী?

‘দেখ কেমন লাগে’ কাকে বললেন শুভশ্রী?

বিনোদন ডেস্ক: খুব সিগ্রই আসতে চলেছে সুদেস্না রায় এবং অভিজিৎ গুহ পরিচালিত এবং সোহম -শুভশ্রী অভিনিত পরবর্তী ছবি ‘দেখ কেমন লাগে’।ছবিটির নাম সুনেই বোঝা যাচ্ছে এটি খুবই মজার একটি সিনেমা।ছবিটিতে সোহমের এর চরিত্রের নাম রাহুল যে একজন প্লে বয়।রোজই নতুন নতুন মেয়ে পটায় এবং তাদের সঙ্গে ডেট করে।

বহুবার সে বিপদে পড়ে আর হেল্প চায় শুভশ্রী অর্থাৎ গুঞ্জার কাছে। তারা দুজনেই খুব ভালো বন্ধু। গুঞ্জা মাঝে সাঝে রাহুল এর স্ত্রী সেজেও তাকে বহু মহিলার থেকে বাঁচিয়ে দেয়। কিন্তু অবশেষে এরম প্রেম প্রেম খেলা খেলতে খেলতে সত্যি প্রেম আসে রাহুলের জীবনে। গল্প মোর নেয় অন্য দিকে

সোহম -শুভশ্রী ছাড়াও ছবিতে অভিনয়ে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা অভিজিত সুভাষ চক্রবর্তী, সুভাষ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, আম্বরিশ ভট্টাচার্য, মীর, সহ অন্যান্য কলাকুশলীরা। সঙ্গিত পরিচালনার দায়িত্তে রয়েছেন জিত গাঙ্গুলি । ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই খুব শিগ্রই মুক্তি পাবে ছবিটি।
০৩ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে