মঙ্গলবার, ০৪ জুলাই, ২০১৭, ০৬:৩২:৩০

জানেন, কার বিপরীতে হিন্দি ছবিতে অভিষেক হতে চলেছে অনুষ্কা শেট্টি?

জানেন, কার বিপরীতে হিন্দি ছবিতে অভিষেক হতে চলেছে অনুষ্কা শেট্টি?

বিনোদন ডেস্ক: হিন্দি ভাষার ছবিতে আগে কখনও অভিনয় করেননি দেবসেনা অনুষ্কা শেঠ্ঠি । এবার সেই হিন্দিতেই অভিষেক হতে চলেছে তাঁর। জানেন তাঁর বিপরীতে কোন নায়ক থাকছেন?

বাহুবলী ছবিতে অমরেন্দ্র বাহুবলী এবং দেবসেনার মধ্যে কেমিস্ট্রি আমাদের কারওই অজানা নয়। রুপোলি পর্দায় দর্শকদের মনে ঝড় তোলে প্রভাস এবং অনুষ্কা শেঠ্ঠির জুটি।

শুধুমাত্র বাহুবলীই নয়, প্রভাস এবং অনুষ্কা শেঠ্ঠি এর আগেও অনেক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। এই জুটিকে এবার হিন্দি ভাষার ছবিতে দেখা যেতে চলেছে। শোনা যাচ্ছে হিন্দি ভাষার ছবিতে অভিনয়ের জন্য হিন্দিও শিখছেন অনুষ্কা।

সূত্রের খবর, অজয় দেবগনের সিংঘম ছবিতে নাকি অভিনয় করার কথা ছিল অনুষ্কা শেঠ্ঠির। কিন্তু কোনও কারণবশত সেই কাজ করে ওঠা হয়নি।

তবে সেই প্রসঙ্গে অনুষ্কা জানিয়েছেন যে, সব কাজের একটা সঠিক সময় আছে। সেযাই হোক, বাহুবলীর সেই রোম্যান্টিক জুটিকে আবার পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে, সেই শুনেই খুব খুশি দর্শকেরা।
০৪ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে