মঙ্গলবার, ০৪ জুলাই, ২০১৭, ০৮:৩৬:০৯

দর্শকদের কাছে ‘কৃতজ্ঞতা’ স্বীকার করলেন শাকিব খান

দর্শকদের কাছে ‘কৃতজ্ঞতা’ স্বীকার করলেন শাকিব খান

বিনোদন ডেস্ক: ঈদে মুক্তি পাওয়া 'রাজনীতি' ও 'নবাব' ছবি দর্শকরা সাদরে গ্রহণ করায় সবশ্রেণির দর্শকদের ‘ধন্যবাদ’ জানিয়েছেন ছবি দুটির প্রধান অভিনেতা শাকিব খান। একই সঙ্গে দর্শকদের কাছে ‘কৃতজ্ঞতা’ স্বীকারও করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা।

মঙ্গলবার বিকেলে গুলশানের একটি রেস্তোরাঁয় সাংবাদিকের আমন্ত্রণ জানান শাকিব। সেখানেই দর্শকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

শাকিব খান বলেন, ‘আজকের আয়োজনটি সাংবাদিক ও আমার দর্শকদের জন্য। ঈদে আমার অভিনীত দু'টি ছবি ভালো সাড়া ফেলেছে। তবে দেশের বাইরে শুটিং থাকার কারণে  সেভাবে সিনেমা হলগুলোতে যেতে পারিনি।

আবার শুটিংয়ের জন্য দেশের বাইরে যেতে হবে তাই আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে দর্শকদের ‘ধন্যবাদ’ জানানোর জন্য আজকের এ ক্ষুদ্র আয়োজন।’
০৪ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে