মঙ্গলবার, ০৪ জুলাই, ২০১৭, ১১:২৮:০৫

ভালোবাসার মানুষকেই বিয়ে করবেন রণবীর কাপুর

ভালোবাসার মানুষকেই বিয়ে করবেন রণবীর কাপুর

বিনোদন ডেস্ক: সিনেমার পাশাপাশি ব্যক্তি জীবনে প্রেম ও বিয়ে নিয়ে প্রায়ই খবরে আসেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। সোনম কাপুর, দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেম করেছেন এ অভিনেতা। দীপিকার সঙ্গে ব্রেকআপের পর ক্যাটরিনা কাইফের প্রেমে মজেছিলেন তিনি। প্রায় সাত বছর প্রেম করার পর গত বছর জানুয়ারিতে ব্রেকআপ হয় এ জুটির।

সম্প্রতি গুঞ্জন ওঠে, ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজছেন রণবীরের মা নীতু কাপুর। এ জন্য কিছুদিন আগে মায়ের সঙ্গে মেয়ে দেখতে লন্ডনও গিয়েছিলেন এ অভিনেতা। এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘লন্ডন যাওয়ার কারণ এ অভিনেতার (রণবীর কাপুর) বিয়ের জন্য লন্ডনের এক অভিজাত পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে হতে পারে। যদিও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। সময় হলেই সব জানা যাবে। ’

এদিকে বিয়ের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে রণবীর কাপুর বলেন, ‘আমি যদি বিয়ে করি তাহলে লুকানোর কী আছে? আমার মা মেয়ে দেখতে লন্ডনে গেছেন এ বিষয়ে অনেক প্রতিবেদন হয়েছে। পারিবারিকভাবে বিয়ের কোনো ঘটনা ঘটেনি। ’

তিনি আরো বলেন, ‘আমার মা-বাবা এ বিষয়ে আমাকে কোনো চাপ দেন না। আমার দাদিও না। ভালো দিকটা হলো, সবাই বিষয়টি আমার ওপর ছেড়ে দিয়েছেন। আমি যাকে ভালোবাসব তাকেই বিয়ে করব। ’

বর্তমানে জাগ্গা জাসুস সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। সিনেমাটি পরিচালনা করছেন অনুরাগ বসু। আগামী ১৪ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। পাশাপাশি সঞ্জয় দত্তের বায়োপিকের শুটিং করছেন রণবীর। এছাড়া আলিয়া ভাটের সঙ্গে ড্রাগন সিনেমায় দেখা যাবে তাকে।
০৪ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে