বুধবার, ০৫ জুলাই, ২০১৭, ০৯:১০:৪৬

মারা গেলেন সেলিনা জেটলির বাবা

মারা গেলেন সেলিনা জেটলির বাবা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সেলিনার জেটলির বাবা জে কে জেটলি প্রয়াত হলেন। 'স্পটবয়ই'-র খবর অনুযায়ী, গত শনিবার জে কে জেটলির প্রয়াণ ঘটেছে। গত কয়েক দিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি, পরে মারা গেলেন সেলিনা জেটলির বাবা।

বাবার মৃত্যুর খবর পেয়ে দুবাই থেকে ইনদওর এসে পৌঁছন নায়িকা। পাঁচ বছর আগে যমজ পুত্রসন্তানের মা হয়েছিলেন বলি নায়িকা সেলিনা জেটলি। ফের তিনি সন্তানসম্ভবা।  চুটিয়ে এনজয় করছিলেন তাঁর প্রেগন্যান্সি পিরিয়ড। এর মধ্যেই বাবার চলে যাওয়ার খবরে ভেঙে পড়েছেন তিনি।

দুই ছেলে উইনস্টন ও ভিরাজের পর দ্বিতীয় বার সন্তানসম্ভবা হয়ে একটি বিশেষ কারণে নাকি বেশ অবাক হয়ে গিয়েছিলেন সেলিনা ও তাঁর স্বামী পিটার হাগ। আগেই এক সাক্ষাত্কারে তিনি জানিয়েছিলেন, তিনি এ বারও নাকি যমজ সন্তানের মা হতে চলেছেন। সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই ফের মা হবেন তিনি।-আনন্দ বাজার
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে