বিনোদন ডেস্ক: পুলিশ তাঁর কসবার বাড়ির টাওয়ার লোকেশনে মাত্র ১০ মিনিটের জন্য মোবাইল ‘অ্যাকটিভ’ পেয়েছে। আর বন্ধুরা নাকি হামেশাই বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করে আসছেন! এই সব পরস্পরবিরোধী খবরের কারণে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এখন কোথায়, সেই ‘রহস্য’ আরও ঘনীভূত।
পুলিশ সূত্রের খবর, কিছুদিন আগে বিক্রমের মোবাইল তাঁর কসবার বাড়ির টাওয়ার লোকেশনে ১০ মিনিটের জন্য চালু অবস্থায় পাওয়া গিয়েছিল। সেই থেকেই জল্পনা মাথাচাড়া দিয়েছে, বিক্রম কি তাহলে গা-ঢাকা দিয়েছেন? অভিনেতার ঘনিষ্ঠদের অবশ্য দাবি, কসবার বাড়িতেই রয়েছেন বিক্রম।
গত ২৯ এপ্রিল দুর্ঘটনায় মডেল সোনিকা সিংহ চৌহানের মৃত্যুর পর বিক্রম ভিনরাজ্যে গিয়েছিলেন, এই খবরও উড়িয়ে দিচ্ছেন তাঁর বন্ধুরা। তবে জানা যাচ্ছে, খুব প্রয়োজন না থাকলে বাড়ি থেকে বার হচ্ছেন না অভিনেতা। গত ৩০ মে বিক্রমের বিরুদ্ধে জামিন-অযোগ্য অনিচ্ছাকৃত খুনের মামলা যুক্ত হয়েছে। সূত্রের খবর, তারপর থেকেই বিক্রম ‘বেপাত্তা’।
তাঁর বাড়ির বাইরে বা স্টুডিওপাড়ায় সাদা পোশাকে নজরদারি চালিয়েও পুলিশকর্মীরা নাকি তাঁর ‘দর্শন’ পাননি। এই প্রসঙ্গে বিক্রমের বন্ধুরা অবশ্য অন্য কথা বলছেন। পরিচালক অর্ক গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘‘বিক্রমের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট নেই। তাহলে ও নিরুদ্দেশ এই প্রশ্নটা কেন আসছে?’’
১০ মিনিটের জন্য বিক্রমের ফোন কসবার বাড়ির টাওয়ার লোকেশনে চালু থাকার প্রসঙ্গে অর্ক বলেন, ‘‘সারাদিনে চারঘণ্টা ওকে ফোন চালু রাখতেই হবে, এমন কোনও আইনি বিধিনিষেধ তো নেই!’’ লেক মলের সামনে দুর্ঘটনার পর বিক্রমের বাড়ি গিয়ে অভিনেতার সঙ্গে দেখা করে এসেছেন ঐন্দ্রিলা সেন।
নায়িকার কথায়, ‘‘সোনিকার খুব কাছের মানুষেরাও তো স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন। নিয়মিত শ্যুটিংয়েও যাচ্ছেন। সে সব নিয়ে কোথাও আলোচনা হচ্ছে না। তাহলে বিক্রমকে নিয়ে এত মাতামাতি কেন?’’ অভিনেতা ‘বেপাত্তা’, পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না, এই সব খবরে মানসিকভাবে আরও ভেঙে পড়ছেন বিক্রম, জানাচ্ছেন ঐন্দ্রিলা।
তাঁর কথায়, ‘‘আমরা কয়েকজন নিয়মিত ওর সঙ্গে যোগাযোগ রাখছি। আমি ওর বাড়িতে দেখাও করতে গিয়েছিলাম।’’ নিজের বাড়িতেই থাকছেন বিক্রম, জানাচ্ছেন তাঁর বন্ধু অঙ্কুশও। বাড়িতে গিয়ে অভিনেতার সঙ্গে দেখা করে এসেছেন তিনিও।
অঙ্কুশের কথায়, ‘‘সময় পেলে প্রায়ই ফোনে বিক্রমের সঙ্গে কথা হয়। মানসিকভাবে ও যাতে চাঙ্গা থাকে, তাই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। বাড়িতেই রয়েছে বিক্রম, নিরুদ্দেশ হয়ে যায়নি!’’ -এবেলা
এমটিনিউজ২৪/এম.জে