বুধবার, ০৫ জুলাই, ২০১৭, ০৮:০০:২০

আমার ছেলেটা ভীষণ লক্ষ্মী: অপু বিশ্বাস

আমার ছেলেটা ভীষণ লক্ষ্মী: অপু বিশ্বাস

বিনোদন: আমার ছেলেটা ভীষণ লক্ষ্ণী। তার ভবিষ্যৎ গড়তে মা হয়ে যেটা করা প্রযোজন আমি করব। সবাই আমার জন্য ও আব্রামের জন্য দোয়া করবেন। ’

কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আজ বুধবার একটি অনলাইন পোর্টালের ফেসবুক ফ্যানপেইজের লাইভে এসে নিজের সন্তান আব্রাহাম খান জয়ের প্রসঙ্গে এসব কথা বলেন।

অপু বলেন, আমার অনেক সময় মন খারাপ থাকলে সে পাশে এসে বসে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। এরপর আমার গালে আদর করে। ভীষণ ভালো লাগে তার এই কর্মকাণ্ড।

জয়ের ভবিষ্যত সম্পর্কে অপু বলেন, আব্রাহাম কি হবে বা ও কি হতে চায় বা আমরা কি করতে চাই এটা বড় চিন্তার ব্যাপার নয়। ভাবতে হবে ও কি চায়। আমি ওরটাই মূল্যায়ন করব। ও যখন বড় হবে ও যেটা অনুভব করবে বা আমাদের যা অনুভব করাবে আমি বা শাকিব সেই সিদ্ধান্তটা নেব।
০৫ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে