শুক্রবার, ০৭ জুলাই, ২০১৭, ০২:৪০:৫১

বিক্রমের গ্রেফতারির পর কী বললেন তাঁর বাবা?

বিক্রমের গ্রেফতারির পর কী বললেন তাঁর বাবা?

বিনোদন ডেস্ক :  দুর্ঘটনায় মেডল সোনিকা সিংহ চৌহানের মৃত্যুর ৭০ দিনের মাথায় গ্রেফতার হলেন মূল অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ওই দিন দুর্ঘটনাগ্রস্ত গাডির স্টিয়ারিংয়ে ছিলেন বিক্রমই।

ঘটনার পর থেকে বিক্রমের পাশেই ছিলেন তাঁর বাবা বিজয় চট্টোপাধ্যায়। গ্রেফতারির পরও এ বিষয়ে কার্যত ছেলের পাশেই দাঁডিয়েছেন তিনি। বিক্রমের গ্রেফতারির পর কী বললেন তাঁর বাবা?

বিক্রমের বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ''এখন ব্যস্ত আছি। কোনও মন্তব্য করতে চাই না।'' আদালত সূত্রে খবর, শুক্রবার দুপুর সোড ১২টার পর বিক্রমকে আলিপুর আদালতে পেশ করা হবে। দুপুর দুটোর পর হবে শুনানি।

ওই দিনের দুর্ঘটনার পর বিক্রমের বিরুদ্ধে মদ্যপান করে দ্রুত গতিতে গাডি চালানোর অভিযোগ উঠেছিল। কিন্তু সে সময় সব অভিযোগ উডিয়ে দিয়েছিলেন বিজয়বাবু। বরং দুর্ঘটনার জন্য গাডি নির্মাতা সংস্থাকেই দায়ী করেছিলেন তিনি।

তাঁর অভিযোগ ছিল, গাডির এয়ারব্যাগ না খোলাতেই দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় সোনিকার। যদিও পরে পুলিশি তদন্তে উঠে আসে দুর্ঘটনার দিন একশো কিলোমিটার গতিবেগে গাডি চালিয়েছিলেন বিক্রম।-আনন্দ বাজার
এমটিনিউজ২৪/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে