শনিবার, ০৮ জুলাই, ২০১৭, ০৩:০৪:২৩

‘নবাব’ আর ‘বস টু’কে হটিয়ে শতাধিক হলে ‘রাজনীতি’

 ‘নবাব’ আর ‘বস টু’কে হটিয়ে শতাধিক হলে ‘রাজনীতি’

বিনোদন ডেস্ক : দেশীয় সিনেমা দর্শক দেখে না অভিযোগ তুলে হল মালিকরা দেশীয় চলচ্চিত্রের প্রতি অনাগ্রহ দেখান। তারা যৌথ প্রযোজনার ছবি চালাতে আগ্রহী। অথচ মুক্তির পর হল মালিকদের হিসাব পাল্টে দিয়েছে অমিতাভ রেজা পরিচালিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’।

এবার একই ধারাবাহিকতা তৈরি করছে শাকিব-অপু জুটির চলচ্চিত্র ‘রাজনীতি’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ আর ‘বস টু’র চাপে ঈদে মাত্র ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রাজনীতি’। এবার দর্শকের চাপে হল বাড়ছে ‘রাজনীতি’র।

জানা গেছে, আগামী ১৪ জুলাই শতাধিক সিনেমা হলে দেখা যাবে দেশীয় চলচ্চিত্র ‘রাজনীতি’। ছবির পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ‘রাজনীতি ছবিটিকে দর্শক ভালোবেসেছেন। শুরুতে একসাথে বেশি হলে মুক্তি দিতে পারি নি। কিন্তু এবার দর্শকের আগ্রহ বিবেচনায় নিয়ে ছবিটি আরও বেশি সংখ্যক হলে মুক্তি পাবে। এটি আনন্দের খবর।’

‘রাজনীতি’ ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। আরও আছেন শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু প্রমুখ।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে