বিনোদন ডেস্ক: এই মুহূর্তে বাংলা টেলিভিশনের মেগা জুটি হলেন দেবোত্তম ও জেসমিন। এই প্রথম কাজ দু’জনের একসঙ্গে এবং জুটি হিসেবে এক কথায় অসাধারণ। দু’জনকে পাশাপাশি শুধু দেখতে সুন্দর লাগে বলেই অসাধারণ নয় কিন্তু, দু’জনের অভিনয়ের টোন ভীষণরকম পরস্পরের পরিপূরক।
স্টার জলসা-র বিকেল সাড়ে পাঁচটার স্লটটিকে অনেকদিন পরে বেশ জমকালো লাগছে এবং তার প্রধান কারণ এই জুটি। অন-স্ক্রিন কেমিস্ট্রি তো দারুণ আর অফ-স্ক্রিন? গতকাল রাতে জেসমিন যেভাবে সারপ্রাইজ দিলেন নায়ককে, তা থেকে বোঝা যায়, অফ-স্ক্রিন বেশ ভাল প্রফেশনাল বন্ডিং দু’জনের।
আজ ৭ জুলাই দেবোত্তমের জন্মদিন। গতকাল সন্ধে থেকে অনেকটা রাত পর্যন্ত ছিল শ্যুটিং। নায়ক-নায়িকা দু’জনেই ছিলেন ফ্লোরে। দেবোত্তম জানালেন যে সন্ধেবেলা হঠাৎই জেসমিন এসে তাঁর নামের বানান জিজ্ঞেস করে চলে যান। দেবোত্তম ভাবতেও পারেননি, আসলে এটা ছিল সারপ্রাইজ কেক সেরমনির প্রস্তুতি এবং সেই কেকটি আনার ব্যবস্থা করছেন জেসমিন নিজেই।
এর পর রাত বারোটা বাজতেই শ্যুটিং ফ্লোরে নায়িকা উইশ করেন নায়ককে। তার পরেই গোটা ইউনিটও সামিল হয় সেলিব্রেশনে। এই সারপ্রাইজ উইশ দারুণ লেগেছে দেবোত্তমের। কিন্তু জন্মদিনটা জানলেন কী করে জেসমিন? নায়িকা জানালেন, ‘‘একদিন এমনি গল্প করতে করতে জেনেছিলাম। এই মাসেই যেহেতু আমারও জন্মদিন তাই আরও ভাল ভাবে মনে ছিল। এমনিতে কারও জন্মদিন হলে প্রোডাকশন থেকেই কেক আনা হয়, কাল যেহেতু অনেকটা রাত পর্যন্ত শ্যুটিং ছিল তাই কোনও কারণে সেটা মিস হয়ে যায়। তাই আমিই একটা কেক আনাই। তারপরে ডিরেক্টোরিয়াল টিম, টেকনিশিয়ানস সবার সঙ্গে সেলিব্রেট করা হল।’’
এই সারপ্রাইজ নিঃসন্দেহে দারুণ এনজয় করেছেন দেবোত্তম। সোশ্যাল মিডিয়ায় জেসমিনকে ধন্যবাদ জানিয়ে শেয়ার করেছেন উপরের এই ছবিটি। আজ জন্মদিনের দিন অবশ্য শ্যুটিংয়ে যাননি তিনি। সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। জন্মদিনের স্পেশাল মেনু তো কী জিজ্ঞাসা করতে জানালেন, ‘‘আসলে পর পর ক’দিন ধরে শ্যুটিংয়ের এত চাপ যে আমার বেশি কিছু খেতে ভালই লাগছে না। আমি খুব লুচি খেতে ভালবাসি। মা আজ করেছে।’ দেবোত্তমের জন্য এবেলা.ইন-এর পক্ষ থেকে রইল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।-এবেলা
০৮ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/ এপি/ডিসি