বিনোদন ডেস্ক: ঐশ্বরিয়া ও অনিল কাপুর ১৭ বছর পর আবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন। তাল ও হামরা দিল আপকে পাস হ্যায় ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। তারপর দীর্ঘদিন আর একসঙ্গে কাজ করেননি তাঁরা। আর এবার ফ্যান্নি খান ছবির মাধ্যমে নাকি ফের একসঙ্গে জুটি বাঁধছেন তাঁরা।
ছবির পরিচালনা করবেন অতুল মাঞ্জরেকর ও প্রযোজনা করবেন রাকেশ ওমপ্রকাশ মেহেরা। ছবি সম্পর্কে অনিল কাপুর বলেন, অনেক দিন ধরেই ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল তাঁর। অবশেষে ফ্যান্নি খানে অভিনয় করার সুযোগ পাচ্ছেন।
তবে এখন নিউ ইয়র্কে স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যার সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত ঐশ্বরিয়া। সম্ভবত দেশে ফেরার পরই শুটিং শুরু করবেন তিনি। এদিকে, সামনে মাসেই ছবির শুটিং শুরু করবেন অনিল কাপুর। তবে এত বছর পর অনস্ক্রিনে ঐশ্বরিয়া ও অনিলের জুটি দর্শকদের মন কতটা জয় করতে পারে সেটাই এখন দেখার।
এ ছাড়া, পরিচালক অনিজ বাজমির পরিবর্তী ছবি মুবারকানে অভিনয় করবেন অনিল কাপুর। সেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অর্জুন কাপুর, ইলিয়ানা ডিক্রুজ, আথিয়া শেট্টি ও নেহা শর্মা।
এমটিনিউজ২৪/এম,জে