বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী তাপসী পান্নু এখন সালমান খানের জন্য মুখিয়ে আছেন। সম্প্রতি এক প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্যই করেছেন।
তাপসী আপাতত 'জুড়ুয়া ২' এর অভিনয় নিয়ে ব্যস্ত। ১৯৯৭ সালে সালমান খানের ফিল্ম জুড়ুয়ারই সিক্যুয়েল এই জুড়ুয়া ২। যাতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান।
জুড়ুয়ার শুটিং কেমন চলছে এমন প্রশ্নে তাপসী পান্নু বলেন, 'শুটিং খুব ভালই চলছে। মোটামুটি অনেকটাই হয়ে গেছে। শুধু দু'টি গানের শুটিং এবং সালমান খানের সঙ্গে একটি দৃশ্যের শুটিং এখনও বাকি রয়েছে। সম্ভবত, খুব শিগগিরই ওই দৃশ্যটির শুটিং হবে।
'আমি তো সালমান খানের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে রয়েছি। আসলে সালমান খানের সঙ্গে এটাই হবে আমার প্রথম স্ক্রিন শেয়ার করা', যোগ করেন তাপসী পান্নু।
০৯ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/ আ শি/এএস